ETV Bharat / city

BJP's Secret Meeting with Arjun : ক্ষোভ প্রশমনে অর্জুনের সঙ্গে সুকান্ত-শুভেন্দুর গোপন বৈঠক

author img

By

Published : May 3, 2022, 8:46 PM IST

গত কয়েকদিন ধরে বিজেপির অন্দরে বেসুরো শোনাচ্ছে অর্জুন সিংকে (BJP MP Arjun Singh) ৷ রাজনৈতিক মহলের ধারণা, তাঁর তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা ৷ এই পরিস্থিতিতে অর্জুন সিংয়ের সঙ্গে গোপন বৈঠক সারলেন সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) ও শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikhari) ৷

sukanta-and-suvendu-meet-bjp-mp-arjun-singh-to-know-his-grievances
BJP's Secret Meeting with Arjun : অর্জুনকে নিয়ে সুকান্ত-শুভেন্দুর গোপন বৈঠক

কলকাতা, 3 মে : ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে বিজেপির কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (BJP MP Arjun Singh) । তার পর জল্পনা ছড়ায় যে অর্জুন আবার তৃণমূলে ফিরছেন ৷ তাই তিনি ওই কর্মসূচিতে হাজির হননি ৷ এই পরিস্থিতিতে তড়িঘড়ি অর্জুন সিংকে নিয়ে গোপন বৈঠক করল বিজেপি ৷ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাড়িতে ওই গোপন বৈঠক হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে (Sukanta and Suvendu meet BJP MP Arjun Singh to know his Grievances) ।

সূত্রের খবর, সোমবার বিজেপির কর্মসূচিতে না আসায় অর্জুনকে ফোন করেন সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) । প্রথমে তিনি দিল্লিতে থাকার কথা জানান৷ তখন তাঁকে কলকাতায় ফেরার পর দেখা করার প্রস্তাব দেন সুকান্ত ৷ সেই মতো সুকান্তর বাড়িতে ওই বৈঠক হয় ৷ ওই বৈঠকে সুকান্ত ও অর্জুন ছাড়াও উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikhari) ৷ সেখানে অর্জুন সিংকে সব রকম ভাবে আশ্বাসও দেওয়া হয় ৷ শুভেন্দুও অর্জুন সিং-এর কী সমস্যা আছে, তা জানতে চান ৷

সূত্রের খবর, অর্জুন সিংকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গে দেখা করারও প্রস্তাব দিয়েছেন সুকান্ত মজুমদার । ইতিমধ্যেই যা সমস্য চলছে, সেটা খুব শীঘ্রই মিটিয়ে নেওয়ার জন্য আবেদনও করেছেন সুকান্ত-শুভেন্দু । সুকান্ত মজুমদার বলেন, "অর্জুন সিং বিজেপিতেই আছেন । তবে তাঁর কিছু সমস্যা আছে। খুব শীঘ্রই তা মিটে যাবে ৷"

রাজনৈতিক মহলের মতে, বিজেপিতে জেলায় জেলায় পদত্যাগ পর্ব চলছে । দল ছাড়ছেন একাধিক বিজেপি নেতা । এর পর অর্জুন সিং দল ছাড়লে বিজেপির বর্তমান নেতৃত্বের উপর আরও চাপ বাড়বে । তাই পরিস্থিতি সামাল দিতে বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতা আসরে নামলেন ৷

আরও পড়ুন : Arjun Skips BJP's Rally : ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির মিছিলে অনুপস্থিত অর্জুন, বাড়ল তৃণমূল ফেরার জল্পনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.