ETV Bharat / city

Maneka Gambhir: অভিষেকের শ্যালিকার বিদেশযাত্রায় বাধা, যুযুধান শাসক-বিরোধী

author img

By

Published : Sep 11, 2022, 1:04 PM IST

Updated : Sep 11, 2022, 1:59 PM IST

অভিষেকের শ্যালিকার (Maneka Gambhir) ব্যাঙ্কক যাত্রা আটকানো ও ইডি’র হাজিরার নোটিশ ধরানো নিয়েই শুরু রাজনৈতিক চাপানউতোর ৷

politics-over-look-out-notice-on-abhishek-banerjee-sister-in-law-maneka-gambhir
politics-over-look-out-notice-on-abhishek-banerjee-sister-in-law-maneka-gambhir

কলকাতা, 11 সেপ্টেম্বর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে (Maneka Gambhir) ব্যাংকক যাওয়ার পথে বিমানবন্দরে অভিবাসন দফতরে আটকানো হয় ৷ অভিবাসন দফতর থেকে জানানো হয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করায় (Look Out Notice on Abhishek Banerjee Sister in Law) তাঁকে কলকাতা বিমানবন্দরে আটকানো হয়েছে ৷ আর তার পরেই মেনকাকে সল্টলেকের ইডি দফতরে হাজিরার নোটিশ ধরানো হয় ৷ আর অভিষেকের শ্যালিকাকে আটকানো ও ইডি’র হাজিরার নোটিশ ধরানো নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷

এ নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের হুঁশিয়ারি, তৃণমূলের কোনও নেতা ও তাঁদের আত্মীয়রা দেশ ছাড়তে না পারবে না । এমনই ব্যবস্থা করা হবে ৷ তিনি বলেন, ‘‘কোনও তৃণমূল নেতা যেন দেশ ছাড়তে না পারে ৷ তাঁদের আত্মীয়রাও যেন দেশ ছাড়তে না পারেন ৷ সরকারি সম্পত্তি লুঠ করবে আর ফূর্তি করতে বিদেশ যাবে ! এখানকার মানুষ খেতে পাবেন না ৷ ফ্রি রেশনটা পর্যন্ত লুঠ করে নেওয়া হচ্ছে ৷ প্রত্যেকটা লোকের পেছনে ইন্টেলিজেন্সের লোককে লাগানো উচিত ৷ প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা উচিত ৷ কোথায় কোথায় সম্পত্তি রয়েছে, তা জানতে আশেপাশে সব লোকজনকে জেরা করা উচিত ৷’’

তবে, তৃণমূলও চুপ করে বসে থাকার পাত্র নয় ৷ রবিবার এর জবাবও দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন ৷ তিনি বলেন, ‘‘প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছেন মেনকা গম্ভীর ৷ তিনি তো আসল লক্ষ্য নন ৷ লক্ষ্য তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যাকে তারা (বিজেপি) যমের মত ভয় পায় । কয়েক বছরে বিরোধী 570 জন নেতা-নেত্রীর বিরুদ্ধে এই কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগানো হয়েছে ৷ ইডি ও সিবিআই এর এই ধরনের ব্যবহার লজ্জার ৷ এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসা স্বাধীনতার পর থেকে কেউ দেখেনি ৷’’

আরও পড়ুন: ইডির বাধা ! ব্যাঙ্কক যাওয়া হল না অভিষেকের শ্যালিকার

যদিও, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘আমরা মনে করি গোটা তৃণমূল দলটা আগা-পাঁচতারা দুর্নীতিগ্রস্ত ৷ কার শ্যালিকা, কার শ্বশুরমশাই, কে কোথায় যাচ্ছে, কাকে আটকেছে, এ নিয়ে আমাদের কোনও আগ্রহ নেই ৷ আমরা চাই এই চোর-পুলিশ খেলা দ্রুত শেষ হোক ৷ চোরবাজারের চৌকিদারি বন্ধ হোক ৷ প্রকৃত দোষী শাস্তি পাক ৷’’

এর পাল্টা বলেছেন তৃণমূল নেতা তাপস রায় ৷ তিনি বলেন, ‘‘চোরেদের মহারাজা কে, সবাই জানে ৷ পি এম কেয়ারের নামে যারা জনগণের থেকে টাকা নিয়ে তার হিসাব দেয় না, তাদের মুখে এ সব কথা মানায় না ৷ আমরা চাই প্রতিহিংসার রাজনীতি শেষ হোক ৷ কেউ যদি অপরাধ করে থাকে, তাঁর আইন মোতাবেক শাস্তি হোক ৷ গোটা দেশ থেকে ভয়ের পরিবেশ দূর হোক ৷ কিন্তু, যতদিন বিজেপি সরকার থাকবে ততদিন কি এটা আদৌ সম্ভব ?’’

Last Updated : Sep 11, 2022, 1:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.