ETV Bharat / city

Modi-Mamata : ডিভিসির জল ছাড়া নিয়ে প্ৰধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Oct 6, 2021, 3:47 PM IST

রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী 'ম্যান-মেড' তত্ত্বে অটল ৷ এবার সেই ইস্যুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

Modi-Mamata
Modi-Mamata

কলকাতা, 6 অক্টোবর : ডিভিসির (DVC) অনিয়ন্ত্রিত জল ছাড়ার ফলে বারবার রাজ্য বানভাসি হচ্ছে ৷ আগেই জানিয়েছিলেন, এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দেবেন ৷ আজ তা পাঠালেন ৷ বুধবারই মোদি একটি লম্বা চিঠি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রধানমন্ত্রীকে উদ্যোগী হতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ৷

চিঠিতে মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করেন, 30 সেপ্টেম্বর অর্থাৎ রাজ্যের নির্বাচন এবং উপ-নির্বাচনের দিন রাজ্যকে না জানিয়ে প্রায় 50 হাজার কিউসেক জল ছাড়ে ডিভিসি কর্তৃপক্ষ । তারপর দফায় দফায় আরও আড়াই লক্ষ কিউসেক জল ছাড়ে ডিভিসি ৷ তাতেই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে । মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, "ডিভিসির উচিত রাজ্যকে জানিয়ে জল ছাড়া এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড সরকারের উচিত ওদের রাজ্যের বাঁধগুলি পরিষ্কার করা ৷"

গত শনিবার মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, ডিভিসি অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ার জন্য প্রতিবার বাংলার মানুষের ভোগান্তি হচ্ছে ৷ প্রতিবারের এই ভোগান্তি আটকাতে এইবার ডিভিসির কাছে ক্ষতিপূরণ চেয়ে আইনি পথে যাওয়ার চিন্তা-ভাবনায় রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ৷ মুখ্যমন্ত্রী বলেছিলেন, "আমরা ঠিক করেছি এবার ডিভিসির কাছে আমরা ক্ষতিপূরণ চাইব ৷ কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছি, যাতে তাঁরা এই ব্যাপারে হস্তক্ষেপ করেন । এই নিয়ে আবার আমি প্রধানমন্ত্রীকে চিঠি দেব । এর আগেও আমি প্রধানমন্ত্ৰীকে চিঠি দিয়েছি । বারবার ডিভিসি আমাদের ডোবাবে, এটা চলতে দেওয়া যায় না ৷"

মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, "এবার যেভাবে জল ছাড়া হয়েছে তা একটা বড় অপরাধ । এত জল আগে কোনওদিন ছাড়া হয়নি । আমাদের না জানিয়ে 10 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে । আমাদের সঙ্গে আলোচনা করে দফায় দফায় অল্প অল্প করে জল ছাড়লে আমাদের রাজ্যের গ্রামগুলো এভাবে ভাসত না ৷"

আরও পড়ুন : DVC : মাইথন-পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ কমাল ডিভিসি

যদিও মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে খারিজ করেছিল ডিভিসি কর্তৃপক্ষ । তাদের দাবি, রাজ্য সরকারকে জানিয়েই জল ছেড়েছেন তারা । চিঠি পাঠিয়ে বিষয়টি রাজ্য সরকারকে আগেই জানানো হয়েছে এবং একই সঙ্গে ই-মেইল এবং হোয়াটসঅ্যাপেও রাজ্যকে জল ছাড়ার আগাম তথ্য দেওয়া হয়েছিল, যেমনটা প্রতিবারই করা হয়ে থাকে ৷ এমনই দাবি, ডিভিসি কর্তৃপক্ষের ।

আরও পড়ুন : Mamata Banerjee: রাজ্যকে না-জানিয়ে ডিভিসি জল ছাড়ায় ফের ম্যানমেড বন্যার তত্ত্ব মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.