ETV Bharat / city

Mamata on Teachers Day Programme: শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মাঝে শিক্ষক দিবসের মঞ্চে মমতা, কী বার্তা দেন সেটাই দেখার

author img

By

Published : Sep 4, 2022, 10:57 PM IST

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি বর্তমানে রাজ্য সরকারের সবচেয়ে বড় অস্বস্তি (Education Corruption Can be Mamata Banerjees Discomfort) ৷ আর সেই অস্বস্তিকর পরিবশের মধ্যেই সোমবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Education Corruption Can be Mamata Banerjees Discomfort on Teachers Day Stage
Education Corruption Can be Mamata Banerjees Discomfort on Teachers Day Stage

কলকাতা, 4 সেপ্টেম্বর: শিক্ষক দুর্নীতি নিয়ে যখন বিরোধীরা বারংবার শাসকদল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলছে, ঠিক সেই পরিস্থিতিতে সোমবার রাজ্য সরকারের শিক্ষক দিবসের অনুষ্ঠানে (WB Teachers Day Programme) যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে শিক্ষক দিবসের (Teachers Day) মঞ্চে, শিক্ষক নিয়োগে দুর্নীতি মুখ্যমন্ত্রীর জন্য অস্বস্তি হতে পারে (Education Corruption Can be Mamata Banerjees Discomfort) বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসার পর, শিক্ষা দফতরের কোনও অনুষ্ঠানে এখনও পর্যন্ত যোগ দেননি মুখ্যমন্ত্রী । পার্থ চট্টোপাধ্যায় নিয়ে প্রতিক্রিয়া দিলেও, তা ছিল অন্য দফতরের প্রোগ্রাম ৷ এই পরিস্থিতিতে আগামিকাল মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সমাজের বাকি অংশের মানুষের জন্য সেদিকেই নজর থাকবে রাজ্যবাসীর, বিশেষ করে বিরোধীদের ৷ সেই সঙ্গে রাজ্যর প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে কোনও মন্তব্য করেন কিনা, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের ৷

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার হওয়ার পরেই তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন মমতা ৷ এমনকি তৃণমূলের সমস্ত পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয় ৷ এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় জেলে রয়েছেন ৷ এই আবহে শিক্ষক দিবসের মঞ্চে দুর্নীতি থেকে দূরে থাকার দাবি করা মুখ্যমন্ত্রী কি বলেন, তা শুনতে উদগ্রীব শিক্ষা মহলও ৷ তবে, এমনও হতে পারে যে, তিনি এই নিয়োগ দুর্নীতি নিয়ে কোনও কথাই বললেন না ৷

আরও পড়ুন: রাজ্যে ফের প্রাথমিকের টেট ! পুজোর পর হতে পারে পরীক্ষা

প্রসঙ্গত, প্রতি বছরই 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও শিক্ষক মহলের জন্য কোনও না কোনও বার্তা দেন মমতা ৷ তবে, এ বছর নজরুল মঞ্চের বদলে এই অনুষ্ঠান হচ্ছে মিলন মেলা প্রাঙ্গণে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.