ETV Bharat / city

Jihad Word Controversy: 'জেহাদ' মন্তব্য প্রত্যাহার করতে হবে মুখ্যমন্ত্রীকে, মামলা রুজু আইনজীবীর

author img

By

Published : Jul 11, 2022, 5:12 PM IST

Updated : Jul 12, 2022, 9:53 PM IST

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) করা 'জেহাদ' মন্তব্য প্রত্যাহারের (Jihad Word Controversy) দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা রুজু করলেন বিজেপি-র আইনজীবী সংগঠনের এক সদস্য ৷

BJP Lawyer filed case against Mamata Banerjee demanding to withdraw her Jihad Comment
Jihad Word Controversy: 'জেহাদ' মন্তব্য প্রত্যাহার করতে হবে মুখ্যমন্ত্রীকে, মামলা রুজু আইনজীবীর

কলকাতা, 11 জুলাই: মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) 'জেহাদ' মন্তব্য প্রত্যাহারের (Jihad Word Controversy) দাবিতে আদালতে মামলা দায়ের করলেন এক আইনজীবী ৷ মামলাকারী নাজিয়া এলাহি খান বিজেপি-র আইনজীবী সংগঠনের সদস্য ৷ 21 জুলাইয়ের আসন্ন কর্মসূচি নিয়ে সম্প্রতি মমতা মন্তব্য করেছিলেন, আগামী 21 জুলাই বিজেপি-র বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা হবে ৷ আগেই তাঁর এই মন্তব্যের বিরোধিতা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি সাংসদ শুভেন্দু অধিকারী ৷ এবার মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য প্রত্যাহারের দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রুজু হল মামলা ৷

উল্লেখ্য, গত 28 জুন পশ্চিম বর্ধমানের আসানসোলে আয়োজিত কর্মিসভার মঞ্চ থেকে মমতা বলেছিলেন, আগামী 21 জুলাই কলকাতায় শহিদ দিবস পালন করা হবে ৷ ওই দিনটিই হবে বিজেপি-র বিরুদ্ধে জেহাদ ঘোষণার দিন ৷ মামলাকারীর বক্তব্য, জেহাদ কথার অর্থ হল, সশস্ত্র সংগ্রাম ৷ তাঁর আশঙ্কা, দলনেত্রীর এমন মন্তব্য শুনে তৃণমূলের সাধারণ কর্মীরা বিজেপি-র নেতা-কর্মীদের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন ৷ তাই অবিলম্বে মমতার ওই মন্তব্য প্রত্যাহার করা উচিত ৷ অথবা, তিনি কী অর্থে 'জেহাদ' শব্দটি ব্যবহার করেছেন, মমতাকে তার ব্যাখ্য়া দিতে হবে ৷

আরও পড়ুন: Jihad Word Controversy: 'জেহাদ' শব্দ বিতর্কে বিরোধী দলনেতা, রাজ্যপালের সমালোচনায় সরব তৃণমূল

সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে ৷ মামলাকারীর তরফে সেটি পেশ করেন আইনজীবী তন্ময় বসু ৷ বিচারপতিরা তাঁকে নির্দেশ দেন, আগামী সাতদিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে এই মামলার একটি 'কপি' পাঠাতে হবে ৷ যদিও মামলাকারীর আইনজীবীর দাবি, ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমোকে মামলার কপি পাঠানো হয়েছে ৷ কিন্তু, তিনি তা গ্রহণ করেননি ৷ একথা শোনার পর ডিভিশন বেঞ্চ আবারও মমতাকে মামলার কপি পাঠানোর নির্দেশ দেয় ৷

অন্যদিকে, অবিলম্বে এই মামলা খারিজের দাবি করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ৷ তাঁর বক্তব্য, 'জেহাদ' শব্দটিকে কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহারের চেষ্টা করছেন ৷ এদিন আদালতে রীতিমতো রেগে যান অ্য়াডভোকেট জেনারেল ৷

Last Updated : Jul 12, 2022, 9:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.