ETV Bharat / city

Adhir on Anubrata Arrest: সঠিক তদন্ত হলে দিদির দরজায় গিয়ে শেষ হবে, অনুব্রত গ্রেফতার প্রসঙ্গে মন্তব্য অধীরের

author img

By

Published : Aug 11, 2022, 10:06 PM IST

গরুপাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ এরপরই অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) দাবি করেন, দুর্নীতি কাণ্ডে সঠিক তদন্ত হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় গিয়ে তা শেষ হবে ৷

Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury

কলকাতা, 11 অগস্ট: দুর্নীতি কাণ্ডে বিস্ফোরক দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) । গরুপাচার, কয়লা পাচার থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সঠিক তদন্ত হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির দরজায় অথবা নবান্নে গিয়ে তদন্ত প্রক্রিয়া শেষ হবে বলে দাবি করেন অধীররঞ্জন চৌধুরী ৷

তাঁর কথায়, "দিদি এর আগে বহুবার নৈতিকতার প্রমাণ দিয়েছেন । সেই নৈতিকতার ধারাবাহিকতা বজায় রাখতে দিদির এখনই পদত্যাগ করা উচিত । তিনি কেন পদত্যাগ করছেন না ? এই গোটা দুর্নীতি দিদির মদতেই হয়েছে । ঘটনার সঠিক তদন্ত হলে সেটা শেষ হবে নবান্নে গিয়ে। দিদির বাড়িতে গিয়ে ।" অধীরের দাবি, "তৃণমূল এখন অভ্যন্তরীণ সংকটে পড়েছে । বেছে বেছে তৃণমূলের দিদিমণির লোকজনকেই এখন গ্রেফতার ডাকা হচ্ছে। মিলিয়ে নিন এরপরে ভাইপোর অনুগামীদেরও ডাকা হবে।"

সঠিক তদন্ত হলে দিদির দরজায় গিয়ে শেষ হবে, অনুব্রত গ্রেফতারিতে দাবি অধীরের

আরও পড়ুন: 20 অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে অনুব্রত, জুতো-নকুলদানা ছুড়ে স্লোগান উঠল গরু-চোর

অধীর আরও বলেন, "অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) এতদিন কেন গ্রেফতার করা হয়নি । দশবার ডাকার পরেও তৃণমূল নেতার এত ঔদ্ধত্য কীসের ? আদালত হস্তক্ষেপ করায় সিবিআই ইডি তৎপরতা । এখনও রাস্তায় ইডি সিবিআই দাঁড়িয়ে । মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতেই এত হিংসা, চুরি, পাচার। কোর্টের চাপে, বাংলার মানুষের চাপে গ্রেফতার করতে বাধ্য হচ্ছে । অসুস্থতার ভান করে এড়িয়ে যাচ্ছিল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.