ETV Bharat / city

Asansol-Ballygunge Bye Poll : দুই উপনির্বাচনে রাজ্যে 133 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রবিবার থেকে শুরু রুট মার্চ

author img

By

Published : Mar 25, 2022, 9:33 PM IST

উপনির্বাচনে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে ৷ কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপস করতে রাজি নয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাই রাজ্য পুলিশে কেবল আস্থা না-রেখে কেন্দ্রীয় বাহিনীর দ্বারস্থ হচ্ছে তারা (133 central force to be deployed for Asansol-Ballygunge Bye Poll) ৷

Asansol-Ballygunge Bye Poll
দুই উপনির্বাচনে রাজ্যে 133 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রবিবার থেকে শুরু রুট মার্চ

কলকাতা, 25 অক্টোবর : একের পর এর হত্যাকাণ্ড, সর্বোপরি রামপুরহাট গণহত্যার ঘটনায় এমনিতেই সরগরম রাজ্য ৷ এমতাবস্থায় আগামী 12 এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন । স্বভাবতই উপনির্বাচনে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে ৷ কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপোস করতে রাজি নয় তারা । তাই রাজ্য পুলিশে কেবল আস্থা না-রেখে কেন্দ্রীয় বাহিনীর দ্বারস্থ হচ্ছে নির্বাচন কমিশন ৷

বালিগঞ্জ এবং আসানসোল উপনির্বাচনের জন্য মোতায়ন করা হতে পারে 133 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (133 central force to be deployed for Asansol-Ballygunge Bye Poll)। শনিবার রাতের মধ্যেই রাজ্যে এসে পৌঁছবে সেই কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন সূত্রে খবর তেমনটাই । আসন্ন উপনির্বাচন সংক্রান্ত নিরাপত্তা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আগামিকাল অর্থাৎ শনিবার রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা, বিএসএফ ও সিআইএসএফের কর্তাদের সঙ্গে একটি বৈঠক করবেন ।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে সফট টার্গেট হচ্ছেন রাজ্যপাল, ভিনরাজ্যে গিয়েও ধনকড়ের মুখে মমতার সমালোচনা

শনিবারের সেই বৈঠকেই উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রূপরেখা চূড়ান্ত হতে পরে বলে খবর । আর শনিবার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলে রবিবার থেকেই কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডমিনেশন এবং রুট মার্চ শুরু করে দেবে বলে খবর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.