ETV Bharat / bharat

TMC Slams BJP over Sourav: 'আলবিদা বিসিসিআই', প্রতিহিংসা-পরিবারতন্ত্রের রাজনীতির শিকার সৌরভ, অভিযোগ তৃণমূলের

author img

By

Published : Oct 12, 2022, 8:51 AM IST

বিসিসিআই সভাপতি পদে কে বসবেন, তা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে জল্পনা চলছিল ৷ কিন্তু মঙ্গলবারই মোটের উপর পরিষ্কার হয়ে গিয়েছে, তিনি আর সভাপতি হচ্ছেন না ৷ এ নিয়ে বিজেপিকে দায়ী করল তৃণমূল, এমনকী বামও (TMC BJP conflict over Sourav BCCI President) ৷

BCCI President Election
ETV Bharat

কলকাতা, 12 অক্টোবর: সৌরভ গঙ্গোপাধ্যায় বাঙালি তথা বাংলার আবেগ । মঙ্গলবার বিসিসিআই সভাপতি হওয়ার দৌড় থেকে বাদ পড়েছেন তিনি ৷ এ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি । মহারাজকে ঘিরে নতুন করে তৃণমূল-বিজেপি তরজা শুরু হয়েছে ৷

একে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছে ঘাসফুল ৷ গেরুয়া শিবিরের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, অমিত শাহের পুত্র জয় শাহ (Jay Shah) বিসিসিআই-এ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব (Secretary of Board of Control for Cricket in India) ৷ তাহলে কী ভাবে বাদ পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায় ? এর পিছনে কি বিজেপির কোনও চক্রান্ত আছে ? সৌরভের পদ্মশিবিরে যোগদানের প্রস্তাব ফিরিয়ে দেওয়াই কি কাল হল তাঁর জন্য ? প্রথমে সৌগত রায়, পরে শান্তনু সেন, কুণাল ঘোষ প্রত্যেকে এই ইস্যুতে বিজেপিকে নিশানা করেন । তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা প্রবীণ নেতা সৌগত রায় বলেন, "সৌরভ রাজনীতির শিকার । বিজেপিতে যোগ দিতে না চাওয়ায় তাঁকে বোর্ড সভাপতির পদ হারাতে হল ।"

শান্তনু সেন টুইট করেন, "রাজনৈতিক প্রতিহিংসার আরও একটি উদাহরণ । অমিত শাহের ছেলে সচিব পদে থেকে যেতে পারেন । কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় নয় । এটা কি এই জন্য যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মানুষ ? নাকি তিনি বিজেপিতে যোগ দেননি বলে ?" শেষে তৃণমূল সাংসদ সৌরভ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখেন, " দাদা আমরা আপনার সঙ্গে আছি" ৷

আরও পড়ুন: বিজেপিতে যোগ না দেওয়াতেই কি বিসিসিআইয়ে ব্রাত্য সৌরভ, উঠছে প্রশ্ন

বাংলার শাসক শিবিরের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ একে পরিবারতন্ত্র হিসেবে উল্লেখ করে সাংবাদিকদের বলেন, "সৌরভ বাংলার গর্ব । তিনি নেই । অথচ রাজনৈতিক পিতার পুত্র জয় শাহ থাকছেন ! আসলে পরিবারতন্ত্র । বিজেপি আবার পরিবারতন্ত্র নিয়ে কথা বলে । বড় নেতার পুত্র থাকলেন । আরেক নেতার পুত্র অরুণ ধুমল দায়িত্বে আসছেন । এটা নিয়ে প্রশ্ন থাকছেই । তবে আমি মনে করি সৌরভ নিজেই ব্যাখ্যা দেওয়ার যথার্থ লোক ।"

বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) সংক্রান্ত বিতর্ক নিয়ে এ পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি মহারাজ নিজে ৷ তাই কুণাল ঘোষ বলেন, "তাঁর নিজের মানসিক পরিস্থিতি কী, সেটা বোঝা যাচ্ছে না । সারা বাংলার মানুষের মধ্যে বিজেপি প্রচার করেছিল যে সৌরভ গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন । এই জোয়ার যখন তারা তৈরি করেছিল তখন ভাটার পরিস্থিতিও বিজেপিকে সহ্য করতেই হবে । দায় নিতে হবে ।" তবে এই ঘটনার সঙ্গে রাজনীতি জড়িয়ে আছে কি না, সে প্রশ্নের জবাব এড়িয়ে কুণাল বলেন, "সে দিকে যাচ্ছি না" ৷

শুধু তৃণমূল কংগ্রেস নয়, সৌরভের বিসিসিআই সভাপতি না হওয়া নিয়ে বিজেপিকে আক্রমণ করেছে সিপিএমও । প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্য বলেন, "আমি তাঁকে (সৌরভ গঙ্গোপাধ্যায়) রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলাম । আজ তার জন্য এই পরিণতি ভুগতে হচ্ছে ভেবে খারাপ লাগছে ।" তিনি আরও বলেন, "খেলার দুনিয়া থেকে রাজনীতিকে দূরে রাখা উচিত । আজকাল অনেক ফুটবল ক্লাবে রাজনৈতিক দলের পতাকা দেখা যায়, যা কাম্য নয় । এক্ষেত্রেও চাইব, যেন রাজনীতির রং না লাগে ।" বাম নেতা মনে করিয়ে দেন, "সৌরভও যেন রাজনীতি থেকে দূরে থাকেন" ৷

আরও পড়ুন: বিসিসিআইয়ের বিশ্বকাপের কমিটিতে থাকতে পারেন অভিষেক ডালমিয়া

তৃণমূল এবং বামেদের এহেন আক্রমণের জবাবে দিলীপ ঘোষ বলেন, "সৌরভকে বিজেপি কী প্রস্তাব দিয়েছিল, তা আমার জানা নেই । আমি রাজ্য সভাপতি থাকাকালীন তাঁকে কোনও প্রস্তাব দেওয়া হয়নি । সৌরভ ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন । আজ যাঁরা তাঁর সমালোচনা করছেন, তাঁরা কী করেছেন ? আগে যাঁরা পাড়ার মোড়ে বসে লুডো বা তাস খেলতেন, তাঁরা এখন অলিম্পিক কমিটির চেয়ারম্যান । অরুণ জেটলি, দিল্লির ক্রিকেটের সভাপতি ছিলেন । প্রিয়রঞ্জন দাসমুন্সী দীর্ঘ সময় ভারতীয় ফুটবলের সভাপতি ছিলেন ৷ তখন কেন নির্বাচন হয়নি ?" সৌরভের ক্ষতে মলম লাগাতে তিনি সম্প্রতি ভারতীয় ফুটবলের সভাপতি নির্বাচনের প্রসঙ্গ টানেন ৷ দলের সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, "এখন বাংলার একজন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে ভারতীয় ফুটবলের সভাপতি হয়েছেন ৷ তিনি তো এই বাংলার মানুষ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.