ETV Bharat / bharat

Raj Babbar Jail : 26 বছরের পুরনো মামলায় কারাদণ্ড অভিনেতা রাজ বব্বরের

author img

By

Published : Jul 8, 2022, 8:40 AM IST

লখনউয়ের একটি ভোটকেন্দ্রে ঢুকে পোলিং অফিসারকে কাজ করতে দেননি নেতা রাজ ব্বর ৷ ঘটনাটি 1996-এর ৷ গতকাল তাঁর এই কর্মকাণ্ডের জন্য সাজা ঘোষণা করেছে লখনউয়ের একটি আদালত (Raj Babbar Jail) ৷ তখন তিনি এসপি নেতা ছিলেন ৷

Congress Leader Raj Babbar
অভিনেতা-নেতা রাজ বব্বর

লখনউ, 8 জুলাই: দু'দশকেরও বেশি সময় কেটে গিয়েছে ৷ বিংশ থেকে একবিংশ শতাব্দিতে এসে সাজা ঘোষণা করল আদালত ৷ কংগ্রেস নেতা রাজ বব্বরের দু'বছরের কারাদণ্ড ঘোষণা করল লখনউয়ের একটি আদালত ৷ 1996 সালে একটি ভোটকেন্দ্রে ঢুকে অভিনেতা রাজ বব্বর এক আধিকারিককে হেনস্থা করেছিলেন বলে অভিযোগ ওঠে ৷ তার রায় ঘোষণা হল 7 জুলাই, 2022-এ ৷ যদিও এই রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারবেন (Raj Babbar gets two-year jail for assaulting polling officer in 1996) ৷

কর্তব্যরত এক সরকারি কর্মচারীকে ইচ্ছাকৃত আঘাত এবং কাজে বাধা দিয়েছেন অভিনেতা-নেতা রাজ বব্বর ৷ এই মর্মে একাধিক ধারায় অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের হয় । তারই রায়দান হল এদিন । কারাদণ্ড ছাড়াও আদালত অভিনেতা-রাজনীতিবিদকে 8 হাজার 500 টাকা জরিমানা দিতে নির্দেশ দিয়েছে আদালত ৷

আরও পড়ুন: কীভাবে মোদির কুর্তার মাপ বুঝলেন ? মমতাকে কটাক্ষ বব্বরের

এই ঘটনা ছাড়া আরও তিনটি ঘটনায় তাঁকে দোষী সাব্যস্ত করেছে আদালত ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 143, 323, 332 এবং 353 ধারায় আলাদা করে সাজা ঘোষণা করে আদালত ৷ তিনি যদি 15 দিনের মধ্যে জরিমানা জমা না দেন, তাহলে কারাবাসের সময়সীমা আরও 15 দিন বাড়বে, জানিয়েছে বিচারালয় ৷

1996 সালের মে মাসে রাজ বব্বরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷ সেই সময় তিনি লখনউ কেন্দ্রে সমাজবাদী পার্টির লোকসভা নির্বাচনের প্রার্থী ৷ এফআইআরে বলা হয়েছে, রাজ তাঁর সমর্থকদের নিয়ে জোর করে একটি ভোটকেন্দ্রে ঢুকে রিগিং করেন এবং কর্তব্যরত আধিকারিককে হেনস্থা করেন ৷ ওই বছরই 23 সেপ্টেম্বর পুলিশ তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করে ৷ আদালত স্বতঃপ্রণোদিত ভাবে মামলাটি গ্রহণ করে ৷ 2020 সালের 7 মার্চ তাঁকে সমন পাঠিয়ে তাঁর বিরুদ্ধে চার্জশিট গঠিত হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.