ETV Bharat / bharat

New Year 2023: নববর্ষ জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি বয়ে আনুক, 23-এ শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতির

author img

By

Published : Jan 1, 2023, 10:44 AM IST

আজ ইংরাজি নববর্ষ (New Year 2023)৷ 2022 সালকে বিদায় জানিয়ে শুরু 2023 সালের পথ চলা ৷ এই মুহূর্তে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷

Etv Bharat
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, 1 জানুয়ারি: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ টুইট করে বর্ষবরণে সকলকে শুভেচ্ছা বার্তা পাঠান তিনি (President Murmu greets people on New Year 2023)৷

সেই বার্তায় তিনি লেখেন, "নববর্ষে সমগ্র দেশবাসী ও বিদেশে অবস্থিত সকল ভারতীয়দের আমার হৃদয় ভরা শুভেচ্ছা ৷ নতুন বছর আমাদের সকলের জীবনে নতুন শক্তি, নতুন আনন্দ ও সাফল্য নিয়ে আসুক ৷ আসুন আমরা জাতির ঐক্য, অখণ্ডতা ও উন্নয়নে নিজেদেরকে পুনরায় উৎসর্গ করার সংকল্প করি ৷ আমি 2023 সালে আমাদের গৌরবময় জাতি এবং জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করি ৷" সকালেই দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ।

  • Happy New Year to all! Greetings and best wishes to all fellow citizens and Indians living abroad. May the Year 2023 bring new inspirations, goals and achievements in our lives. Let us resolve to rededicate ourselves to the unity, integrity and inclusive development of the nation

    — President of India (@rashtrapatibhvn) January 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নতুন বছর শুরুর মুহূর্তে দেশের প্রায় সব জায়গাতেই চলছে উৎসব । পাশাপাশি নতুন বছর যাতে সবার খুব ভালো কাটে তার জন্য মন্দিরে মন্দিরে চলছে প্রার্থনা । কলকাতার বেলুড় থেকে দক্ষিণেশ্বর সব জায়গাতেই সকাল থেকে মানুষের ঢল। সামনের দিন গুলো যাতে ভালোভাবে কাটে সকলে সেই কামনাই করছেন। করোনার প্রকোপ কেটে গিয়েছে এমন ভাবার বিশেষ কোনও কারণ নেই । বেশ কিছু দিন নিয়ন্ত্রণে থাকলেও আচমকাই বিশ্বের বিভিন্ন প্রান্তে সংক্রমণ বাড়ছে । চিনের পরিস্থিতি বেশ খানিকটা উদ্বেগজনক । ভারতে এখনও তেমন কোনও পরিস্থিতি নেই । তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটা বড় অংশই মনে করেন ভারতের পরিস্থিতি জটিল না হলেও সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে পুরোমাত্রায়। আর সেভাবেই দেশের বিভিন্ন প্রান্তে উৎসব পালিত হচ্ছে । বিশেষ কয়েকটি নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় সরকারও। তবে আপাতত সংক্রমণ কম বলে অনেকেই রাস্তায় বেরিয়েছেন । কলকাতার প্রায় সবকটি পার্ক থেকে শুরু করে সিনেমা হলে ব্যাপক ভিড় । আর সেই আবহেই দেশকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ।

আরও পড়ুন : PM Modi New Year Wish: স্বাগত 2023, দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.