ETV Bharat / bharat

পোঙ্গল উৎসবে এক কিশোরীকে নিজের শাল উপহার দিলেন প্রধানমন্ত্রী

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 7:14 PM IST

PM Narendra Modi Gifts His Shawl to Girl: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগানের বাড়িতে পোঙ্গল উৎসবে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে সঙ্গীত পরিবেশন করা কিশোরীকে নিজের শাল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 14 জানুয়ারি: দিল্লিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগানের বাড়ির পোঙ্গল উৎসবে সামিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে এক কিশোরীকে নিজের শাল উপহার দিলেন তিনি ৷ পোঙ্গলের উৎসবে সঙ্গীত পরিবেশন করেছিল ওই কিশোরী ৷ আর গান শেষে প্রধানমন্ত্রীর পা-ছুঁয়ে আর্শিবাদও নেয় সে ৷ এর পরেই আশির্বাদ স্বরূপ ওই কিশোরীকে নিজের শাল উপহার দিয়ে দেন প্রধানমন্ত্রী ৷

এর আগে দেশবাসীকে পোঙ্গল এবং মকর সংক্রান্তির শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন মোদি ৷ সেখানে তিনি উল্লেখ করেছিলেন, ভারতের বিভিন্ন উৎসব 'এক ভারত শ্রেষ্ঠ ভারত'-এর আবেগকেই তুলে ধরে ৷ সেখানেই তিনি জানান, রাষ্ট্রমন্ত্রী এল মুরুগানের দিল্লির বাড়িতে পোঙ্গল উৎসবে যাবেন ৷ মোদি সোশাল মিডিয়ায় লেখেন, "আগামিকাল দেশ লহোরির উৎসব পালন করবে ৷ অনেক মানুষ আজ মকর সংক্রান্তি উদযাপন করছেন ৷ আবার অনেকে আগামিকাল উৎসব পালন করবেন ৷ মাঘ বিহু উৎসবও আসছে ৷ আমি সকল দেশবাসীকে এই সব উৎসবের জন্য শুভেচ্ছা জানাই ৷"

পরে পোঙ্গল নিয়ে আলাদাভাবে একটি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "সকলকে পোঙ্গলের অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই ৷ এই শুভ উৎসবের আবহে সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং তৃপ্তির ধারা নেমে আসুক এমনটাই কামনা করি ৷ আজ, আমার মনে হচ্ছে আমি নিজের নিকটজনদের সঙ্গে পোঙ্গল উদযাপন করছি ৷" তিনি আরও বলেন, "পোঙ্গলের এই উৎসব 'এক ভারত শ্রেষ্ঠ ভারত'-এর আবেগকে তুলে ধরেছে ৷" দিল্লিতে পোঙ্গলের এই উৎসবে তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজনও উপস্থিত ছিলেন ৷

পোঙ্গলের ওই উৎসবে প্রধানমন্ত্রী জানান, এই সময় পালিত সকল উৎসব দেশের কৃষিক্ষেত্রকে সকল ভারতবাসীর সঙ্গে যুক্ত করার কাজ করে ৷ তাঁর কথায়, "সন্ত তিরুভাল্লুর বলেছিলেন, ভালো চাষবাস- শিক্ষিত ব্যক্তি এবং সৎ শিল্পপতি একসঙ্গে মিলে একটি দেশ গঠন করে ৷ আর এটাই আমাদের রীতি যে, পোঙ্গলে উৎপাদিত প্রথম ফসল আমরা ঈশ্বরকে উৎসর্গ করি ৷ আর তাই এই উৎসবের হৃদয় আমাদের কৃষকরা ৷ দেখতে গেলে আমাদের সকল উৎসব কোনও না কোনও ভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত ৷"

আরও পড়ুন:

  1. নিজের নাম প্রচারে ধর্মগ্রন্থের নিয়ম না মানাটা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ, মোদিকে নিশানা পুরীর শংকরাচার্যের
  2. সাধ্যের মধ্যে ভগবান ! সোনা-রূপোর তৈরি হরেক দামের রাম মন্দির কিনতে ভিড় আগ্রায়
  3. 'অযোধ্যায় রাম মন্দির নির্মাণে খুশি 74% মুসলমান, তাঁদের চোখে মোদিই দেশের সফলতম প্রধানমন্ত্রী'

নয়াদিল্লি, 14 জানুয়ারি: দিল্লিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগানের বাড়ির পোঙ্গল উৎসবে সামিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে এক কিশোরীকে নিজের শাল উপহার দিলেন তিনি ৷ পোঙ্গলের উৎসবে সঙ্গীত পরিবেশন করেছিল ওই কিশোরী ৷ আর গান শেষে প্রধানমন্ত্রীর পা-ছুঁয়ে আর্শিবাদও নেয় সে ৷ এর পরেই আশির্বাদ স্বরূপ ওই কিশোরীকে নিজের শাল উপহার দিয়ে দেন প্রধানমন্ত্রী ৷

এর আগে দেশবাসীকে পোঙ্গল এবং মকর সংক্রান্তির শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন মোদি ৷ সেখানে তিনি উল্লেখ করেছিলেন, ভারতের বিভিন্ন উৎসব 'এক ভারত শ্রেষ্ঠ ভারত'-এর আবেগকেই তুলে ধরে ৷ সেখানেই তিনি জানান, রাষ্ট্রমন্ত্রী এল মুরুগানের দিল্লির বাড়িতে পোঙ্গল উৎসবে যাবেন ৷ মোদি সোশাল মিডিয়ায় লেখেন, "আগামিকাল দেশ লহোরির উৎসব পালন করবে ৷ অনেক মানুষ আজ মকর সংক্রান্তি উদযাপন করছেন ৷ আবার অনেকে আগামিকাল উৎসব পালন করবেন ৷ মাঘ বিহু উৎসবও আসছে ৷ আমি সকল দেশবাসীকে এই সব উৎসবের জন্য শুভেচ্ছা জানাই ৷"

পরে পোঙ্গল নিয়ে আলাদাভাবে একটি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "সকলকে পোঙ্গলের অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই ৷ এই শুভ উৎসবের আবহে সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং তৃপ্তির ধারা নেমে আসুক এমনটাই কামনা করি ৷ আজ, আমার মনে হচ্ছে আমি নিজের নিকটজনদের সঙ্গে পোঙ্গল উদযাপন করছি ৷" তিনি আরও বলেন, "পোঙ্গলের এই উৎসব 'এক ভারত শ্রেষ্ঠ ভারত'-এর আবেগকে তুলে ধরেছে ৷" দিল্লিতে পোঙ্গলের এই উৎসবে তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজনও উপস্থিত ছিলেন ৷

পোঙ্গলের ওই উৎসবে প্রধানমন্ত্রী জানান, এই সময় পালিত সকল উৎসব দেশের কৃষিক্ষেত্রকে সকল ভারতবাসীর সঙ্গে যুক্ত করার কাজ করে ৷ তাঁর কথায়, "সন্ত তিরুভাল্লুর বলেছিলেন, ভালো চাষবাস- শিক্ষিত ব্যক্তি এবং সৎ শিল্পপতি একসঙ্গে মিলে একটি দেশ গঠন করে ৷ আর এটাই আমাদের রীতি যে, পোঙ্গলে উৎপাদিত প্রথম ফসল আমরা ঈশ্বরকে উৎসর্গ করি ৷ আর তাই এই উৎসবের হৃদয় আমাদের কৃষকরা ৷ দেখতে গেলে আমাদের সকল উৎসব কোনও না কোনও ভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত ৷"

আরও পড়ুন:

  1. নিজের নাম প্রচারে ধর্মগ্রন্থের নিয়ম না মানাটা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ, মোদিকে নিশানা পুরীর শংকরাচার্যের
  2. সাধ্যের মধ্যে ভগবান ! সোনা-রূপোর তৈরি হরেক দামের রাম মন্দির কিনতে ভিড় আগ্রায়
  3. 'অযোধ্যায় রাম মন্দির নির্মাণে খুশি 74% মুসলমান, তাঁদের চোখে মোদিই দেশের সফলতম প্রধানমন্ত্রী'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.