ETV Bharat / bharat

Modi-Jinping Handshake: ব্রিকসের মঞ্চে করমর্দন মোদি-জিনপিংয়ের

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 5:00 PM IST

Updated : Aug 24, 2023, 6:38 PM IST

Narendra Modi and Xi Jinping Handshake at BRICS: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বসেছে ব্রিকস শীর্ষ সম্মেলন ৷ ভারত ও চিন ব্রিকসের সদস্য ৷ বৃহস্পতিবার ওই সম্মেলনের মাঝে করমর্দন করতে দেখা গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷

Modi-Jinping Handshake
ব্রিকসের মঞ্চে করমর্দন মোদি-জিনপিংয়ের

জোহানেসবার্গ, 24 অগস্ট: ব্রিকসে মঞ্চে একে অপরের সঙ্গে করমর্দন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷ দু’জনেই এখন ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে রয়েছেন ৷ বৃহস্পতিবার সেখানেই তাঁরা করমর্দন করেন ৷ পাশাপাশি দু’জনের মধ্য়ে কিছু বাক্য বিনিময় হতেও দেখা গিয়েছে ৷

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এবার বসেছিল ব্রিকস সম্মেলনের আসর ৷ 2019 সালের পর এই প্রথম এই গোষ্ঠীভুক্ত দেশের রাষ্ট্রনেতারা মুখোমুখি হয়েছিলেন ৷ বৃহস্পতিবার পঞ্চদশ ব্রিকস সম্মেলনের যৌথ বিবৃতি প্রকাশের আগে মোদি ও জিনপিংকে মুখোমুখি কথা বলতে দেখা যায় ৷ তাঁদের করমর্দন করতেও দেখা যায় ৷

আরও পড়ুন: 'ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে', জি-20 সম্মেলনে ভার্চুয়ালি বার্তা প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, 2020 সালের এপ্রিল থেকে পূর্ব লাদাখে ভারতীয় সেনা ও চিনা সেনার মধ্য়ে যে সম্মুখসমরে নামার মতো পরিস্থিতি তৈরি হয়, তার পর 2022 সালের ডিসেম্বরে এই দুই রাষ্ট্রনেতা পরস্পরের মুখোমুখি হয়েছিলেন ইন্দোনেশিয়ার বালিতে ৷ তখন সেখানে বসেছিল জি-20 গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন ৷ সেখানে দুই নেতাকে সৌজন্য বিনিময় করতে দেখা গিয়েছিল ৷ তবে কোভিড পরবর্তী সময়ে এই প্রথম তাঁদের করমর্দন করতে দেখা গেল ৷

যদিও এই সৌজন্য বিনিময় আরও ব্রিকস সম্মেলনের প্রথমদিন হয়তো দেখা যেতে পারত ৷ কিন্তু প্রথমদিন প্রধানমন্ত্রী মোদি উপস্থিত থাকলেও ছিলেন না জিনপিং ৷ তিনি তাঁর দেশের বাণিজ্যমন্ত্রীকে পাঠিয়েছিলেন প্রতিনিধি হিসেবে ৷ তবে এ দিন তিনি উপস্থিত ছিলেন ৷ তার মধ্যেই দুই রাষ্ট্রনেতার মধ্যে কিছু বাক্যবিনিময় ও করমর্দন হয় ৷

প্রসঙ্গত, ব্রিকস পাঁচটি দেশকে নিয়ে তৈরি ৷ সেই দেশগুলি হল - ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা ৷ কিন্তু এবারের সম্মেলনে এই গোষ্ঠীতে সদস্য দেশের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ নতুন সদস্য হিসেবে নেওয়া হয়েছে - আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীকে ৷ এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ভারত বরাবর নতুন সদস্যদের এই ব্রিকসে অংশীদার করার পক্ষে রয়েছে ৷ নতুন সদস্য দেশগুলির সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বলেও তিনি জানান ৷

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে অভিনন্দন জানালেন বিশ্বনেতারা! 'সমগ্র মানবজাতির সাফল্য', মন্তব্য প্রধানমন্ত্রীর

Last Updated :Aug 24, 2023, 6:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.