ETV Bharat / bharat

বিয়ের আনন্দ বদলে গেল বিষাদে! ট্রাকের ধাক্কায় নিহত নববধূ-সহ 4

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 7:14 PM IST

Janjgir Champa Road Accident: বিয়ে করে ফেরার পথে মর্মান্তিক পরিণতি! ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল নব দম্পতির ৷ বিয়ে করে বউকে নিয়ে ফেরার পথে বরের গাড়িটিকে একটি অনিয়ন্ত্রিত ট্রাক ধাক্কা মারে ৷ তাতেই বিপত্তি! দুর্ঘটনাস্থলেই নববধূ-সহ 4 জনের মৃত্যু হয়।

ফাইল ছবি
Janjgir Champa Road Accident

জঞ্জগীর চম্পা (ছত্তিশগড়), 10 ডিসেম্বর: বিয়ের আনন্দ এক মুহূর্তে বদলে গেল কান্নায় রোলে ৷ ছত্তিশগড়ের জঞ্জগীর চম্পার পামগড় থানা এলাকার পাকারিয়া গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক পরিণতি! বিয়ে করে বউকে নিয়ে ফেরার পথে বরের গাড়িকে একটি অনিয়ন্ত্রিত ট্রাক ধাক্কা মারে ৷ দুর্ঘটনায় গাড়িতে থাকা নববধূ-সহ 4 জন দুর্ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর থেকে পলাতক ট্রাক চালককে খুঁজছে পুলিশ।

বিয়ে সেরে ফেরার সময় দুর্ঘটনা: বালোদার এক বিশিষ্ট ব্যক্তি ওম সোনি শনিবার তাঁর ছেলে শুভমের বিয়ে দিতে শিবরিনারায়ণে গিয়েছিলেন। রাতে বিয়ের পর বউকে নিয়ে বর বাড়ির উদ্দেশে রওনা দেয় ৷ রবিবার সকালে নয়া পুত্রবধূকে নিয়ে ফেরার পথে পরিবারের সদস্যদের গাড়িটিকে বালোদা বাজারের কাছে একটি অনিয়ন্ত্রিত ট্রাক ধাক্কা দেয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় গাড়িতে থাকা নববধূ-সহ 4 জনেরই মৃ্ত্যু হয় ৷

ঘটনাস্থলেই নববধূ-সহ 4 জনের মৃত্যু: সংঘর্ষটি এতটাই মারাত্মক ছিল যে গাড়ির সামনের অংশ পিছনের সিটের কাছে চলে যায়। সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায় ৷ ঘটনার পর গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে থাকে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান এলাকাবাসী। আশেপাশের লোকজন গাড়িতে আটকে পড়া ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা করেন ৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি ৷ দুর্ঘটনার অভিঘাত এতটাই খারাপ ছিল যে তাঁদের যখন উদ্ধার করা হয় ততক্ষণে সকলেই মারা গিয়েছেন ৷

পলাতক ট্রাক চালকের খোঁজ করছে পুলিশ: মৃতদের সকলেরই পরিচয় জানা গিয়েছে। পামগড় পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় গাড়ি থেকে মৃতদের বের করে ৷ পরে মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পামগড় কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়। ঘটনার পর ট্রাক চালক পলাতক রয়েছে, যাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা গাড়ির, ঝলসে গেল শিশু-সহ 8 জন
  2. পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশকে চড়-থাপ্পড়, আটক অভিযুক্ত
  3. কাঁথিতে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 4, আহত 2
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.