দিঘা, 15 এপ্রিল:বেড়াতে গিয়ে স্পিডবোটের আঘাতে গুরুতর আহত হলেন এক মহিলা পর্যটক । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নিউ দিঘায় ৷
আহতের পরিবার সূত্রে খবর, গত রবিবার পরিবার নিয়ে দিঘায় বেড়াতে যান ইয়াসমিন খাতুন (32) নামে ওই মহিলা ৷ বাড়ি খাস খামার বাউরিয়া তাজমহল লাইব্রেরি হাওড়া জেলায় । সোমবার নিউ দিঘায় স্নান করার সময় তাঁর উপর দিয়ে স্পিডবোট চলে যায় বলে অভিযোগ । নুলিয়ারা দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ৷ এরপর তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । এই মুহূর্তে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি । এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসেতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সৈকত নগরীতে ।
গ্রীষ্মের ছুটি কাটাতে দিঘায় গিয়েছেন বহু পর্যটক ৷ ঘুরতে গিয়ে ওয়াটার রাইডিংও করেন তাঁরা । বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে মন দেন অনেকে । এই গ্রীষ্মে ওয়াটার রাইড বাঙালি পর্যকদের কাছে এক অভিনব অ্যাডভেঞ্চার । স্পিড বোট, প্যারাসুট, প্যাডেল বোর্টিং-সহ আরও বেশ কিছু রাইড রয়েছে । এর মধ্যে স্পিডবোট বেশ জনপ্রিয় । আর সেই স্পিডবোটের আঘাতেই হল বিপত্তি ।