কলকাতা, 22 মার্চ: আদালতে স্বস্তি পেলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য । প্রয়োজনে তাঁকে ভিডিয়ো কনফারেন্সে জিজ্ঞাসাবাদ করতে পারবে বহরমপুর থানা । তবে জিজ্ঞাসাবাদের 48 ঘণ্টা আগে জানাতে হবে । শুক্রবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ৷ এই মামলার পরবর্তী শুনানি 25 এপ্রিল। সবমিলিয়ে ভোট শুরুর আগে খানিকটা স্বস্তিতে অমিত।
প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে বিজেপি আইটি সেলের ন্যাশানাল কনভেনর অমিত মালব্যর বিরুদ্ধে এফআইয়ার দায়ের করা হয় । তারপরেই তাঁকে বহরমপুর থানার তরফ থেকে 41-এ ধারায় নোটিশ পাঠানো হয়। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে, ভিডিয়ো কনফারেন্সে হাজিরার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । এই ঘটনায় আদালত মনে করে, সুপ্রিমকোর্টের গাইডলাইন মেনে, থানা এফআইআর আপলোড না করে নির্দেশ অমান্য করেছে । 24 ঘণ্টার মধ্যে এফআইআর আপলোড করতে হবে। সেটা করা হয়নি।
অমিতের আইনজীবী সৌরভ চট্টোপাধ্য়ায় জানান, মামলাকারী দিল্লির বাসিন্দা । ভারতীয় জনতা পার্টির পদাধিকারী । 8 ফেব্রুয়ারি বহরমপুর থানায় অমিত মালব্যর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয় ৷ তার ভিত্তিতে মামলা শুরু হয়। এরপর 16 ফেব্রুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয় । এদিনের পরই তাঁর কাছে নোটিশ আসে । সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী, 24 ঘণ্টার মধ্যে এফআইআর ওয়েবসাইটে আপলোড করতে হয় । সেটা করা হয়নি। এরপর ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেওয়ার কথা বললেও থানা সম্মতি দেয়নি ।