পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Rainy Drinks: বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি ? উপভোগ করতে হাতে রাখুন এই পানীয়গুলি

বৃষ্টির দিনটিকে উপভোগ করতে ঘরেই বানিয়ে ফেলতে পারেন বেশ কিছু পানীয় ৷ এই গুলি হাতের কাছে থাকলে বৃষ্টি হবে আরও সুন্দর ৷

ETV Bharat
বর্ষার পানীয়

By

Published : May 5, 2023, 8:57 PM IST

হায়দরাবাদ: নাটকীয় আবহাওয়া মে মাসের উষ্ণতম গ্রীষ্মকে বর্ষায় পরিণত করেছে ৷ তবে এই বৃষ্টির দিনগুলোকে উপভোগ করতে পারেন বেশ কিছু উষ্ণ পানীয়ের সঙ্গে ৷ জানালার ধার থেকে বৃষ্টি দেখার পাশাপাশি এই পানীয়গুলো হাতের কাছে থাকলে আপনি চুমুকে উপভোগ করবেন বারিধারা ৷ আর পাশে যদি প্রিয়জন থাকে তবে তো কথাই নেই ৷ মনে হবে সময়টা এখানেই থেমে যাক ৷

মাটির ভাঁড়ে চা

মাটির ভাঁড়ে চা : উত্তেজক পানীয় হিসেবে পরিচিত চা এমন একটি জিনিস যাকে আপনি কখনওই না বলতে পারবেন না ৷ ঐতিহ্যবাহী মাটির কাপে চা পান করা কোনও ভারতীয় পরিবারের জন্য নতুন কিছু নয় ৷ বৃষ্টি ভেজা মাটির গন্ধের সঙ্গে মাটির কাপে কড়া চা পেলে জাস্ট জমে যাবে ৷

হট চকোলেট

হট চকোলেট: আপনি যদি চকোলেট খেতে ভালোবাসেন তাহলে বৃষ্টির দিনে আপনার সঙ্গী হতে পারে হট চকোলেট ৷ এটির দুধে গোলা চকোলেটের মতো স্বাদ আপনার মন ভালো করার জন্য যথেষ্ট ৷

হট কফি

হট কফি : বৃষ্টি মানেই গরম গরম কফির কাপে চুমুক৷ কোল্ড কফি খাওয়ার ইচ্ছে হলেও কিন্তু এই বৃষ্টির হালকা ঠান্ডা আবহাওয়ায় হট কফিই সেরা৷ বৃষ্টির ঠান্ডা আমেজ আর উষ্ণ ধোঁয়া ওড়া গরম কফি৷ উফফ আর কী চাই ...

হলদি চা

হলদি দুধ : বৃষ্টিতে হালকা ঠান্ডা লেগে গলা খারাপ হয়ে গেলে হলুদ দিয়ে দুধ খেতে পারেন ৷ এটির পুষ্টিগুণের কারণে ঠান্ডা লাগলে সকলেই হলদি দুধ পান করতে পারেন ৷ বৃষ্টি উপভোগ করার পাশাপাশি শরীর ঠিক রাখতেও উপকারী হলদি দুধ ৷

লেবু চা

লেবু চা : মধু ও লেবুর সঙ্গে সুষম এই টক ফলযুক্ত পানীয় বৃষ্টির দিনে আপনার সেরা পছন্দ হতে পারে ৷ শুধু বৃষ্টির দিনেই নয়, লেবু চা দুপুরের ক্লান্তি কাটাতেও সাহায্য করে ৷

আরও পড়ুন :ফিট থাকার জন্য অতিরিক্ত গ্রিন টি পান করছেন ? জেনে নিন এর পার্শ্বপ্রতিক্রিয়া

ABOUT THE AUTHOR

...view details