পশ্চিমবঙ্গ

west bengal

হেঁটে হেঁটে পাগল, মমতাকে কটাক্ষ দিলীপের

By

Published : Dec 28, 2019, 11:00 AM IST

CAA-র সমর্থনে দলের কাঁথি সাংগঠনিক জেলা থেকে গতকাল 'অভিনন্দন যাত্রা' করে BJP । সেই যাত্রায় অংশ নেন দিলীপ ঘোষ । পরে তিনি এক জনসভায় বক্তব্য রাখেন । সেখানে মমতাকে কটাক্ষ করেন ।

Dilip Ghosh
দিলীপ ঘোষ

কাঁথি, 28 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতা করে প্রতিবাদ মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে শুক্রবার মমতাকে কটাক্ষ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী হেঁটে হেঁটে পাগল ।"

গতকাল নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 (CAA) -র সমর্থনে দলের কাঁথি সাংগঠনিক জেলা থেকে 'অভিনন্দন যাত্রা' করে BJP । সেই যাত্রায় অংশ নেন দিলীপবাবু । যাত্রা শেষে এক জনসভায় তিনি বক্তব্য রাখেন । সেখানে মমতার সমালোচনা করেন । বলেন, " আমাদের মুখ্যমন্ত্রী এমন ঝামেলায় পড়ে গেছেন যে, মাথার ঘায়ে কুকুর পাগল । সাতদিন ধরে কলকাতার রাস্তায় ছুটে বেড়াচ্ছেন । উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, পূর্ব কলকাতাজুড়ে তিনি হেঁটে হেঁটে পাগল । তাঁর নেতারাও সঙ্গে নামছেন না । কারণ তাঁরা জানেন পশ্চিমবঙ্গের মানুষ এই আইনে খুশি হয়েছে । মোদিকে আশীর্বাদ করছে । এর বিরোধিতা করা মানে আত্মহত্যা করা ।"

CAA নিয়ে তৃণমূলের বিরোধিতা প্রসঙ্গে দিলীপ বলেন, "টোটাল মুসলিম কংগ্রেস (TMC) এই বিলের বিরোধিতা করছে । কারণ এই বিল এখন আইন হয়ে গেছে । যদি বাঙালিরা নাগরিকত্ব পায় তাহলে তারা BJP-কে ভোট দেবে । তা তো দেবেই । আপনি অনুপ্রবেশকারীদের হয়ে রাস্তায় নামবেন । যারা বাস জ্বালাবে, ট্রেন জ্বালাবে, স্টেশন জ্বালাবে, রাস্তা বন্ধ করবে আপনি তাদের হয়ে রাস্তায় নামবেন । তাহলে এপারের বাঙালি কি আপনাকে ভোট দেবে ? তাই এপার বাংলার 2 কোটি 30 লাখ লোক আমাদের ভোট দিয়েছে । আজ এদের মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে । (মমতা বন্দ্যোপাধ্যায়) বাঙালি বাঙালি বলে চোখর জল ফেলে ভোট নেয় । কিন্তু বাঙালির সুখে থাকে না, বাঙালির দুখে থাকে না । এখন বাঙালিকে নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করছে । TMC আসলে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, ভারত বিরোধী ।"

BJP-র 'অভিনন্দন যাত্রা' প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "আমরা নোট বা ভোটের জন্য রাস্তায় নামিনি । দেশ স্বাধীন করার জন্য বিপ্লবীরা নিজেদের সবকিছু তুচ্ছ করেছিলেন । তাঁদের আত্মীয়স্বজনরা ধর্মের জন্য বাংলাদেশে অত্যাচারিত হয়ে এই দেশে এসে বছরের বছর অনাগরিক হয়ে রয়েছেন । তাঁরা খালের ধারে, রাস্তার ধারে পশুর মতো জীবনযাপন করেছিলেন । কিন্তু তাঁদের কেউ নাগরিকত্ব দেয়নি । তাদের হয়ে রাস্তায় নেমেছি ।"

ABOUT THE AUTHOR

...view details