ব্যতিক্রমী সৎ রাজনীতিবিদ বুদ্ধবাবু, প্রশংসা শুভেন্দু অধিকারীর পিংবনি, 9 অগস্ট: এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সৎ তকমা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বুধবার পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় সংলগ্ন পিংবনির মঞ্চ থেকে তিনি এই কথা বলেন । বিরোধী দলনেতার মন্তব্য, ‘‘রাজনীতিগতভাবে পার্থক্য থাকতে পারে ৷ তবে উনি একজন সৎ রাজনীতিবিদ ।’’
এ দিন পিংবনিতে বিজেপির সভায় হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই সভা থেকে তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে তোপ দাগেন ৷ পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রসঙ্গ ওঠে ৷ আজ বুদ্ধদেবকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়েই প্রশ্ন করা হয় তাঁকে ৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমার দেখা একজন ব্যতিক্রমী সৎ রাজনীতিবিদ । যদিও ওঁর সঙ্গে রাজনীতিগতভাবে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে । তবে উনি একজন সৎ মানুষ এবং আমরা সবাই ওঁর সুস্থতা কামনা করেছিলাম ।’’
বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে অসুস্থ ৷ তাঁর অসুস্থতা বাড়লে তাঁকে হাসপাতালে ভরতি করতে হয় ৷ গত কয়েকবছরে সেই কারণে তাঁকে একাধিকবার হাসপাতালে ভরতি করতে হয়েছে ৷ সম্প্রতি তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভরতি করা হয় ৷ বুধবার তাঁকে সেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷
পশ্চিম মেদিনীপুরের পিংবনির সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুদ্ধদেব ভট্টাচার্য যখন হাসপাতালে ভরতি ছিলেন, সেই সময় রাজনৈতিক ভেদাভেদ ভুলে অনেকেই তাঁকে দেখতে যান ৷ সেই তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তেমনই ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এমনকী, তখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের একটি সোশাল-পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ সেই বিতর্কে কুণালকেই আক্রমণ করতে দেখা যায় ৷
আরও পড়ুন:ভালো আছেন, দীর্ঘ 12 দিন পর বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য
উল্লেখ্য, নন্দীগ্রাম আন্দোলনের সময় সামনের সারিতে ছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেই সময় তাঁকে নিয়মিত সিপিএমের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যেত ৷ তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সমালোচনাও বহুবার করতে দেখা গিয়েছে তাঁকে ৷ যদিও বিজেপিতে যোগদানের পর বিমান বসুর প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে ৷ এবার বুদ্ধদেব ভট্টাচার্যর প্রশংসা করলেন তিনি ৷