কলকাতা, 9 অগস্ট: দীর্ঘ 12 দিন হাসপাতালে কাটিয়ে অবশেষে আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য ভূটানের প্রাক্তন কনসাল জেনারেল দাসু শ্রিং ওয়াংদার হাত দিয়ে ফুল পাঠিয়েছেন সে দেশের রাজা । সকাল সাড়ে এগারোটার পর ছুটি দেওয়া হয় তাঁকে ।
মঙ্গলবার বিকেলে আলিপুরের বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে এটাই আদর্শ সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার । পাশাপাশি চিকিৎসকরা নিশ্চিত করেছেন হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়িতেও সর্বক্ষণের পর্যবেক্ষণেই থাকতে হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে। তাঁর শুধুমাত্র স্থানের পরিবর্তন হবে, নিয়মের নয় । হাসপাতালে তাঁকে দেখতে আসার ক্ষেত্রে যে নির্দেশ দেওয়া আছে তা বাড়িতেও জারি থাকবে । এছাড়া সময়মতো ওষুধপত্র খাওয়াতে হেলথ কেয়ার টিম তাঁর বাড়িতেই থাকবে। তারা নজরদারিও করবে ।
এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বুদ্ধদেব ভট্টাচার্যের রাইলস টিউব খোলা । চিকিৎসকদের অনুমান, আগামী 10 দিনের মধ্যেই মুখ দিয়ে খেতে পারবেন তিনি । তবে বর্তমানে তরল জাতীয় খাবারই তাঁকে দেওয়া হচ্ছে । এছাড়াও চিকিৎসক সপ্তর্ষি বসু বলেন, "এখন ওঁর শারীরিক অবস্থা অনেকটাই ভালো ৷ হাসপাতালের হেলথ কেয়ার টিম তত্ত্বাবধান করবে । এবার থেকে আমাদের মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বাড়িতে গিয়ে শারীরিক অবস্থা দেখে আসবেন । এছাড়াও ফিজিওথেরাপি এবং মুখ দিয়ে খাওয়ানোর চেষ্টা করা হবে । বাড়িতে স্যানিটাইজেশনের প্রক্রিয়া হয়েছে । তারপর হাসপাতাল থেকে ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত হয় । বর্তমানে সংক্রমণ এখন একদমই নেই ৷ সম্পূর্ণ সুস্থ রয়েছেন ৷ ভালো রয়েছেন, খোশমেজাজেই রয়েছেন । মাঝে মধ্যেই রবীন্দ্র সংগীত শুনছেন ।"
তবে কোভিডের সময় পুষ্টির সমস্যা হয়েছিল বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা । সেই সমস্যা এবারও দেখা গিয়েছিল । চিকিৎসকরা জানিয়েছেন তাঁর রাইলস টিউব খোলা হচ্ছে না কারণ শরীরে ক্যালোরি এবং প্রোটিন দেওয়া প্রয়োজন। এছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর হেলথ কেয়ারের মধ্যে বাইপ্যাপ সাপোর্ট থাকবে। শরীরে অক্সিজেনের মাত্রা দেখার জন্য মনিটরের ব্যবস্থা করা হচ্ছে । তাঁর সঙ্গে সবসময় থাকার জন্য একজন নার্সেরও ব্যবস্থা করা হয়েছে ।
আরও পড়ুন : চিকিৎসার স্বার্থেই বুদ্ধদেবের ঘর থেকে সরবে তাঁর প্রিয় বইগুলি