কলকাতা, 12 ডিসেম্বর: 70 হাজার প্রবীণ নাগরিককে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁরা সকলেই তাঁর নির্বাচনী ক্ষেত্র অর্থাৎ ডায়মন্ড হারবারের। সেই মতো ক্যাম্প করে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছিল। সূত্রের খবর, মঙ্গলবার পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কাছে নতুন ও পুরনো মিলিয়ে যে পরিমাণ আবেদন জমা পড়েছে তাতে মনে করা হচ্ছে এই আবেদনের পরিমাণ এক লক্ষ ছাড়িয়ে যেতে পারে।
প্রসঙ্গত, নভেম্বর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতার সভা থেকে ঘোষণা করেছিলেন যে, 70 লক্ষ মানুষ সরকারের কাছে বার্ধক্যভাতার জন্য আবেদন করেছেন এর মধ্যে যাঁরা সরকারের কাছ থেকে ভাতা পাবেন না ৷ তাদের ভাতা দেবেন তিনি। সেই মতো 1 ডিসেম্বর থেকে ক্যাম্প করা হয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে। 203টি ক্যাম্প সেখানে তৈরি হয়েছে। এই ক্যাম্পে দেখা গিয়েছে যে 70 হাজার নতুন আবেদনের কথা বলা হচ্ছিল তার ইতিমধ্যে 48 হাজারের আবেদন জমা পড়ে গিয়েছে।
নতুন আবেদন ছাড়াও প্রায় 8 হাজার মানুষ এই ছয় দিনে ক্যাম্পে গিয়ে আবেদন করেছেন। নতুন 70 হাজার ছাড়াও যেভাবে আবেদনের হিড়িক দেখা যাচ্ছে তাতে মনে করা হচ্ছে মাসের শেষে আবেদনকারীর সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত আবেদনকারীর ক্ষেত্রেই এই ব্যবস্থা করা হবে, কাউকেই ফেরানো হবে না। প্রাথমিকভাবে 70 হাজারের লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখন যেহেতু আবেদনকারীর সংখ্যা বাড়ছে বোঝা যাচ্ছে তাতে ক্যাম্পের সংখ্যা এবং ক্যাম্পে বসা স্বেচ্ছাসেবকদের সংখ্যা বাড়ানো হচ্ছে।
সূত্রের খবর, সকলেরই বার্ধক্যভাতার ব্যবস্থা করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেক্ষেত্রে প্রথম ধাপে হয়তো 70 হাজার জনকে দেওয়া হতে পারে ৷ তার পরবর্তী ধাপে দিন পনেরোর মধ্যেই আবার বাকিদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হতে পারে। এক্ষেত্রে সংসদের তরফ থেকে প্রকাশ্যে না-বলা হলেও তার ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে সকলের জন্যই ভাতার ব্যবস্থা করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন দেখার, লোকসভা নির্বাচনের কয়েক মাস ব তার এই ভাতা দেওয়ার উদ্যোগ ভোট বাক্সে তাকে কতটা লাভজনক হয় ৷
আরও পড়ুন:
- 70 হাজার মহিলাকে তিনিই দেবেন বার্ধক্যভাতা, ডায়মন্ডহারবারে মাস্টারস্ট্রোক অভিষেকের
- জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বন্ধ বার্ধক্য ভাতা, সমস্যায় দম্পতি
- আবেশের বিয়েতে হাজির অভিষেক, নবদম্পতিকে আশীর্বাদ বরকর্তা ফিরহাদের