পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Prabir Ghoshal : প্রবীর ঘোষাল কি আবারও তৃণমূলে ? জল্পনা তুঙ্গে

মাসখানেক ধরে দল ছেড়ে চলে যাওয়াদের তৃণমূলে ফিরতে চাওয়ার হিড়িক পড়েছে ৷ এবার সেই দলে প্রবীর ঘোষালও পড়লেন কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে ৷ তবে এখনই পরিষ্কার করে কিছু জানাননি প্রবীর ৷

প্রবীর ঘোষাল
প্রবীর ঘোষাল

By

Published : Jun 5, 2021, 3:51 PM IST

Updated : Jun 5, 2021, 6:30 PM IST

কলকাতা, 5 জুন : তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদের মধ্যে আবার দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন অনেক নেতা । এবার সেই প্রশ্নের মুখে পড়লেন প্রবীর ঘোষালও (Prabir Ghoshal) । তবে কোথাও যেন বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে অভিমান প্রকাশ করে তৃণমূলের সুরে সুর মেলাচ্ছেন । তাঁর এই 'বেসুরো' কথায় তাই স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে ৷ তবে প্রবীর নিজে এখনই পরিষ্কার করে কিছু বলেননি ৷

উত্তরপাড়ার পরাজিত বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের এর মধ্যেই মাতৃবিয়োগ হয়েছে ৷ স্বাভাবিকভাবেই শোকাহত তিনি । তাঁর অভিযোগ, রাজ্য বিজেপি স্তরের কোনও নেতা সহানুভূতি জানিয়ে তাঁকে ফোন করেননি ৷ অপরদিকে তৃণমূল সাংসদ ও উত্তরপাড়ার সদ্য বিধায়ক, এমনকি মুখ্যমন্ত্রী তাঁকে শোকবার্তা পাঠিয়েছেন । এতেই তিনি অভিমান প্রকাশ করেছেন বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে । নিজের অবস্থার সঙ্গে তিনি মুকুল রায়ের স্ত্রীর হাসপাতালে ভর্তি থাকারও উদাহরণ টেনেছেন । শনিবার প্রবীর বলেন, "মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় অসুস্থ হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন । মুকুল রায়ের স্ত্রী বেশ কিছুদিন ধরে অসুস্থ । অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখতে যাওয়ার পরে দিলীপ ঘোষ গেলেন । তারপর প্রধানমন্ত্রী খোঁজ-খবর নিলেন । মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মোদির আগেই খোঁজ নিয়েছেন ।"

মায়ের মৃত্যুর পর খোঁজ না নেওয়ায় রাজ্য বিজেপি নেতৃত্বের উপর অভিমান প্রকাশ করলেন প্রবীর ঘোষাল ৷

এক্ষেত্রে অবশ্য শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর অনেকবার করে খোঁজখবর নিয়েছেন বলে জানান প্রবীর । কিন্তু যাঁরা আদি বিজেপি নেতাদের তরফ থেকে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি । মুকুল রায়ের স্ত্রীর ক্ষেত্রেও তাই হল বলে তাঁর মত ।

প্রবীর আরও জানান, বিজেপির রাজ্য পর্যায়ের নেতারা তাঁর সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি । গতকাল রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বৈঠকে যাননি তিনি ৷ কারণ তাঁর মায়ের মৃত্যুর পর মানসিক অবস্থা ভাল নেই তাঁর ৷ সেটা তিনি দিলীপবাবুকে জানিয়েছেন ।

তবে ব্যক্তিগত ব্যাপার ছাড়াও তাঁর দাবি, বিজেপির পরাজয়ের জন্য আগে রাজনৈতিক পর্যালোচনা প্রয়োজন । এই সময় এখনই সক্রিয় রাজনীতিতে নেই তিনি । দল পরিবর্তনের কোনও চিন্তাভাবনাও নেই এখনই । মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ সমর্থন জানিয়েছে ৷ তাতে বিজেপির আশানুরূপ ফল হয়নি ৷ মানুষের রায় মাথা পেতে নিয়েছেন ।

আরও পড়ুন : Abhishek Banerjee : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে অভিষেক ?

Last Updated : Jun 5, 2021, 6:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details