কলকাতা, 5 জুন : তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদের মধ্যে আবার দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন অনেক নেতা । এবার সেই প্রশ্নের মুখে পড়লেন প্রবীর ঘোষালও (Prabir Ghoshal) । তবে কোথাও যেন বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে অভিমান প্রকাশ করে তৃণমূলের সুরে সুর মেলাচ্ছেন । তাঁর এই 'বেসুরো' কথায় তাই স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে ৷ তবে প্রবীর নিজে এখনই পরিষ্কার করে কিছু বলেননি ৷
উত্তরপাড়ার পরাজিত বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের এর মধ্যেই মাতৃবিয়োগ হয়েছে ৷ স্বাভাবিকভাবেই শোকাহত তিনি । তাঁর অভিযোগ, রাজ্য বিজেপি স্তরের কোনও নেতা সহানুভূতি জানিয়ে তাঁকে ফোন করেননি ৷ অপরদিকে তৃণমূল সাংসদ ও উত্তরপাড়ার সদ্য বিধায়ক, এমনকি মুখ্যমন্ত্রী তাঁকে শোকবার্তা পাঠিয়েছেন । এতেই তিনি অভিমান প্রকাশ করেছেন বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে । নিজের অবস্থার সঙ্গে তিনি মুকুল রায়ের স্ত্রীর হাসপাতালে ভর্তি থাকারও উদাহরণ টেনেছেন । শনিবার প্রবীর বলেন, "মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় অসুস্থ হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন । মুকুল রায়ের স্ত্রী বেশ কিছুদিন ধরে অসুস্থ । অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখতে যাওয়ার পরে দিলীপ ঘোষ গেলেন । তারপর প্রধানমন্ত্রী খোঁজ-খবর নিলেন । মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মোদির আগেই খোঁজ নিয়েছেন ।"
এক্ষেত্রে অবশ্য শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর অনেকবার করে খোঁজখবর নিয়েছেন বলে জানান প্রবীর । কিন্তু যাঁরা আদি বিজেপি নেতাদের তরফ থেকে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি । মুকুল রায়ের স্ত্রীর ক্ষেত্রেও তাই হল বলে তাঁর মত ।