নয়াদিল্লি, 14 নভেম্বর: প্রয়াত দ্য ওবেরয় গ্রুপের চেয়ারম্যান এমিরেটাস পৃথ্বীরাজ সিং ওবেরয় ৷ তিনি আধুনিক ভারতীয় আতিথ্যের পথিকৃৎ বলেও পরিচিত ৷ হোটেল ব্যবসাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন তিনি ৷ মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 94 বছর ৷ ওবেরয় গ্রুপের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, দ্য ওবেরয় গ্রুপের চেয়ারম্যান এমিরেটাস পিআরএস ওবেরয় প্রয়াত হয়েছেন ৷" পাশাপাশি সংস্থার তরফে আরও বলা হয়েছে, তাঁর দেখানো পথই আগমিদিনের পাথেয় হতে চলেছে ৷
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "ভারতীয় আতিথেয়তার মুখ তথা দ্য ওবেরয় গ্রুপের চেয়ারম্যান এমিরেটাস পদ্মভূষণ পিআরএস ওবেরয়ের মৃত্যুতে শোক প্রকাশ করছি ৷ তিনি দার্জিলিংয়ে প্রশিক্ষণ পেয়েছিলেন ৷ তাঁর উন্নতির সঙ্গে পশ্চিমবঙ্গের একটা অঙ্গাঙ্গী যোগ রয়েছে ৷ তাঁর চলে যাওয়ায় যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয় ৷ তাঁর বন্ধু, পরিবার এবং তাঁর পৃষ্ঠপোষকদের প্রতি সমবেদনা জানাই ৷"
ভারতের হোটেল শিল্পে ওবেরয় গ্রুপের ভূমিকা উল্লেখযোগ্য ৷ পিআরএস ওবেরয় একাধিক পুরস্কার পেয়েছেন এবং সম্মানে ভূষিত হয়েছেন ৷ দেশের পর্যটন এবং আতিথেয়তার ক্ষেত্র তাঁর অবদানের জন্য ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মান দেয় ৷ এছাড়া ইন্টারন্যাশনাল লাক্সারি ট্র্যাভেল মার্কেটে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে তাঁকে সম্মানিত করা হয়েছে ৷ আমেরিকার ম্যাগাজিন তাঁকে 'কর্পোরেট হোটেলিয়ার অফ দ্য ওয়ার্ল্ড' পুরস্কার দিয়েছে ৷ এর বাইরেও একাধিক সম্মান পেয়েছেন কর্মজীবনে ৷