কলকাতা, 9 সেপ্টেম্বর: প্রায় 4 মাস পর অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) দেহ পেল তাঁর পরিবার । হাইকোর্টের নির্দেশে আজ তাঁর পরিবারের হাতে দেহ তুলে দেয় প্রশাসন । বিজেপির সদর কার্যালয়ে শেষ শ্রদ্ধা জানান বিজেপির নেতৃত্ব ।
কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার বিজেপি কর্মীর দেহ পরিবারের হাতে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয় । এনআরএস হাসপাতাল থেকে অভিজিৎ সরকারের মরদেহ বিজেপির সদর কার্যালয়ে নিয়ে আসা হয় । সেখানে অভিজিৎ-এর মৃতদেহে মাল্যদান করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্য দফতরে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরাও অভিজিৎ সরকারকে শেষশ্রদ্ধা জানান ।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, "প্রথম থেকেই চক্রান্ত করা হয়েছে ৷ আমরা হাইকোর্টে যাই । কোর্ট নির্দেশ দেওয়া সত্বেও মৃতদেহ ময়নাতদন্ত করতে দেরি করা হয় । মৃতদেহ ময়নাতদন্তের পরও দেহে কেমিক্যাল মেশানো হয়নি । যাতে মৃতদেহ নষ্ট হয়ে যায় । কিন্তু আমাদের কর্মীরা লড়াই করেছেন । আমাদের আইনজীবীরা লড়াই করেছেন । আমাদের নেতারা হাসপাতালে গেলে তাঁদের আটকানোর চেষ্টা করা হয়েছে । মারপিট করা হয়েছে পুলিশ দিয়ে । মৃতদেহ আমরা পাটি অফিসে নিয়ে এসেছি । সৎকার করা হবে । সমস্ত ধাপে রাজ্য সরকার বিরোধিতা করেছে । যাতে বিজেপি মৃতদেহ নিতে না-পারে । সত্য সামনে না-আসে। কিন্ত আমরা শেষ পর্যন্ত লড়েছি ।"
আরও পড়ুন:Dilip Ghosh : কার চাপে শুধুমাত্র ভবানীপুরেই উপনির্বাচন ঘোষণা, প্রশ্ন দিলীপের