পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP: 4 মাস পর দেহ পেল পরিবার, অভিজিৎ সরকারকে শেষশ্রদ্ধা বিজেপির

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে পরিবারের হাতে মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) মৃতদেহ তুলে দেওয়া হল ৷ প্রায় 4 মাস পর সেই দেহ পেয়ে তা নিয়ে যাওয়া হয় বিজেপির (BJP) সদর কার্যালয়ে ৷ তাঁর মৃতদেহে শ্রদ্ধা জানান দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷

Abhijit Sarkar's body given to family, Dilip Ghosh and other bjp leaders pay last respect
4 মাস পর দেহ পেল পরিবার, অভিজিৎ সরকারকে শেষশ্রদ্ধা বিজেপির

By

Published : Sep 9, 2021, 3:14 PM IST

Updated : Sep 9, 2021, 3:42 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: প্রায় 4 মাস পর অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) দেহ পেল তাঁর পরিবার । হাইকোর্টের নির্দেশে আজ তাঁর পরিবারের হাতে দেহ তুলে দেয় প্রশাসন । বিজেপির সদর কার্যালয়ে শেষ শ্রদ্ধা জানান বিজেপির নেতৃত্ব ।

কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার বিজেপি কর্মীর দেহ পরিবারের হাতে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয় । এনআরএস হাসপাতাল থেকে অভিজিৎ সরকারের মরদেহ বিজেপির সদর কার্যালয়ে নিয়ে আসা হয় । সেখানে অভিজিৎ-এর মৃতদেহে মাল্যদান করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্য দফতরে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরাও অভিজিৎ সরকারকে শেষশ্রদ্ধা জানান ।

4 মাস পর দেহ পেল পরিবার, অভিজিৎ সরকারকে শেষশ্রদ্ধা বিজেপির

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, "প্রথম থেকেই চক্রান্ত করা হয়েছে ৷ আমরা হাইকোর্টে যাই । কোর্ট নির্দেশ দেওয়া সত্বেও মৃতদেহ ময়নাতদন্ত করতে দেরি করা হয় । মৃতদেহ ময়নাতদন্তের পরও দেহে কেমিক্যাল মেশানো হয়নি । যাতে মৃতদেহ নষ্ট হয়ে যায় । কিন্তু আমাদের কর্মীরা লড়াই করেছেন । আমাদের আইনজীবীরা লড়াই করেছেন । আমাদের নেতারা হাসপাতালে গেলে তাঁদের আটকানোর চেষ্টা করা হয়েছে । মারপিট করা হয়েছে পুলিশ দিয়ে । মৃতদেহ আমরা পাটি অফিসে নিয়ে এসেছি । সৎকার করা হবে । সমস্ত ধাপে রাজ্য সরকার বিরোধিতা করেছে । যাতে বিজেপি মৃতদেহ নিতে না-পারে । সত্য সামনে না-আসে। কিন্ত আমরা শেষ পর্যন্ত লড়েছি ।"

অভিজিৎ সরকারের দেহ

আরও পড়ুন:Dilip Ghosh : কার চাপে শুধুমাত্র ভবানীপুরেই উপনির্বাচন ঘোষণা, প্রশ্ন দিলীপের

দেবদত্ত মাঝি হোমগার্ডকে চড় মারা ইসুতে এ দিন দিলীপ ঘোষ বলেছেন, "তিনি একজন বিজেপির বিধায়ক প্রতিনিধি । তাঁর সঙ্গে পুলিশ যদি দুর্ব্যবহার করে, তাঁকে তুই তোকারি করে, তাঁরও প্রতিবাদ করার অধিকার আছে । পুলিশ যদি তৃণমূলের ক্যাডার হয়ে যায়, তা হলে ক্যাডারের মতো ব্যবহার পাবে ।"

বিজেপির অফিসে অভিজিৎ সরকারের দেহ

আরও পড়ুন :Bhabanipur by-election : গণেশ চতুর্থীতে মনোনয়ন দাখিল, তৃণমূল কর্মীদের প্রতি দরজায় যাওয়ার নির্দেশ মমতার

গত 2 মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয় । তার ঠিক পরই কাঁকুড়গাছির বিজেপি কর্মীকে নৃশংস অত্যাচার করে খুন করা হয় বলে অভিযোগ । সেই ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্টে ৷ বর্তমানে হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার অন্তর্গত খুন, গণধর্ষণ, ধর্ষণের মতো বড় ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছে সিবিআই (CBI)-কে । ইতিমধ্যে একাধিকবার অভিজিৎ সরকারের পরিবারের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।

আরও পড়ুন :Dilip Ghosh : করোনা আবহে উপনির্বাচন বড় প্রশ্ন, পুজোয় অনুদান ভোট কেনার চেষ্টায়; আক্রমণ দিলীপের

Last Updated : Sep 9, 2021, 3:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details