কালিম্পং, 31 অক্টোবর: সিকিমের লোনাক হ্রদের বাঁধ ভাঙার হড়পা বানে ক্ষতিগ্রস্থ কালিম্পংয়ের ত্রিবেণী হাসপাতাল ও ত্রিবেণী ক্যাম্প সাইট ৷ তা পুনরজ্জীবিত করার উদ্যোগ নিল গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল এডমিনিস্ট্রেশন বা জিটিএ। সোমবার ও মঙ্গলবার ক্ষতিগ্রস্ত ত্রিবেণী এলাকা পরিদর্শন করেন জিটিএ'র চিফ এগজিকিউটিভ অনিত থাপা, এনএইচপিসি, স্বাস্থ্য বিভাগ ও পর্যটন আধিকারিকরা। পরিদর্শনের পর ক্ষতিগ্রস্ত ক্যাম্প সাইট ফের কীভাবে ঠিকঠাক করা যায় সেই বিষয়ে আলোচনা সেরেছেন অনিত থাপা।
তিনি বলেন, "সিকিমের হড়পা মানে ক্ষতিগ্রস্তদের আমরা সব রকম ক্ষতিপূরণ দেব। তবে এই বন্যার ফলে ত্রিবেণী কোভিড হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটিকে দ্রুত মেরামত ও সংস্কারের কাজ করা হচ্ছে। ক্ষতির পরিমাণ জানতে ইতিমধ্যে কালিম্পংয়ের বিধায়ক রুদেন লেপচার নেতৃত্বে এনএইচপিসি, পূর্ত ও বিআরও আধিকারিকদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তারা চলতি সপ্তাহে রিপোর্ট দেবে।"
4 অক্টোবর লোনাক হ্রদের বাঁধ ভেঙে হড়পা বান আসে ৷ সেই বন্যায় ক্ষতিগ্রস্থ হয় ত্রিবেণী হাসপাতাল ও তিস্তা-রঙ্গিত নদীর সংযোগস্থলে থাকা ত্রিবেণী ক্যাম্প সাইট। গোটা ক্যাম্প সাইট জলের তলায় তলিয়ে যায়। অন্যদিকে, তিস্তার জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয় হাসপাতাল। নষ্ট হতে চলেছে প্রায় আড়াই কোটি টাকার অত্যাধুনিক সামগ্রী। বন্যার পর হাসপাতালের সিংহভাগ এখনও নদীতে ভেসে আসা পলি, বালি ও পাথরের তলায় চাপা পরে রয়েছে।