গোঘাট, 7 ডিসেম্বর: সরকারি ধান ক্রয় কেন্দ্রে অফিসার না-থাকায় ধান দিতে না-পেরে পথ অবরোধ কৃষকদের। আর সেই অবরোধ তুলতে গিয়ে চাষিদের উদ্দেশ্যে গালিগালাজ ও তাঁদের হেনস্তার অভিযোগ উঠল গোঘাট থানার ওসি'র বিরুদ্ধে । সেটা নিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ওসি অরূপ কুমার মণ্ডলের অপসারণ চেয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন শুভেন্দু । যদিও এ ব্যাপারে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেনকে ফোন করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান । শুভেন্দুর মন্তব্যের ব্যাপারেও তিনি অবগত নেই বলে জানিয়েছেন ।
বুধবার গোঘাটের ভিকদাসে আরামবাগ-মেদিনীপুর 7 নম্বর রাজ্য সড়কে পথ অবরোধ করে এলাকার চাষিরা । তাদের অভিযোগ, সরকারি ধান ক্রয় কেন্দ্রে নিয়ম বহির্ভূতভাবে চাষিদের ধানে বাটা কেটে নেওয়া হচ্ছে । সরকারি ক্যাম্পে সকাল থেকে ধান দিতে এসে দীর্ঘক্ষণ সরকারি অফিসারদের দেখা মেলেনি। ঘটনার জেরে পথ অবরোধ করেন ক্ষুব্ধ চাষিরা। প্রায় এক ঘণ্টা পথ অবরোধ চলার পর গোঘাট ওসি অরূপ মণ্ডল পুলিশবাহিনী নিয়ে এসে কার্যত গালিগালাজ ও কয়েকজন চাষীকে হেনস্তা করে গাড়িতে তোলে । সেই ছবি ভাইরাল হতেই সরব হন বিরোধী দলনেতা থেকে চাষিরা ৷
স্থানীয় চাষী সিদ্ধেশ্বর পাখিরা বলেন, "গোঘাট থানার ওসি গালিগালাজ করেছে । যাদের ঘামের ফসল তারা খাচ্ছে তাদের প্রতি অনাচার । সমস্ত চাষি থানায় গেলে জায়গা ধরবে তো? এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। ওসিকে স্থানান্তরিত করার দাবি জানাচ্ছি আমরা।"
এই ঘটনায় গোঘাট 1 পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ পাঁজা বলেন, "পথ অবরোধ তুলতে গেলে প্রশাসনের সঙ্গে বাগবিতণ্ডা হয় । সেই জায়গায় হয়তো একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়েছে । তাই বলে এই নয় যে প্রশাসন তৃণমূলের দলদাস হয়ে গিয়েছে ।"