ETV Bharat / state

BJP MLA Lakshman Ghorui: শুভেন্দুর জনসভার অনুমতিতে না ডিপিএল কর্তৃপক্ষের, অশালীন ভাষায় গালিগালাজ বিজেপি বিধায়কের

author img

By

Published : Aug 2, 2023, 10:15 PM IST

শুভেন্দুর জনসভার জন্য মাঠের অনুমতি আদায়ে গিয়েছিলেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ৷ মাইক ধরে অশালীন ভাষায় গালিগালাজ করলেন ডিপিএল কর্তৃপক্ষকে ৷ সমালোচনায় সরব বিরোধীরা ৷

BJP MLA Lakshman Ghorui
পশ্চিম বিধায়ক লক্ষণ ঘোড়ুই

ডিপিএল কর্তৃপক্ষকে অশালীন ভাষায় গালিগালাজ বিজেপি বিধায়কের

দুর্গাপুর, 2 অগস্ট: মাঠে শুভেন্দুর জনসভার জন্য অনুমতি দেয়নি দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কর্তৃপক্ষ ৷ মাইক ধরে অশালীন ভাষায় তাদের গালিগালাজ করতে শোনা গেল দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘোড়ুইকে ৷ তাঁর এহেন আচরণে সরব হয়েছে রাজনৈতিকমহল ৷

সমালোচনা করে তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় বলেন, "মা বাবার কাছে হাতেখঁড়ি হয়েছিল যে ভাষা শিখে বিজেপি নেতাদের মুখ থেকে এখন সেই ভাষায় বের হচ্ছে । মানুষ এদেরকে আগামিদিনে পাগলা গারদে রাখবে । দুর্গাপুরের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় ৷ তাই এরা এখনও মানুষের দরবারে ঘুরে বেড়াচ্ছে ।" সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন,"দুর্গাপুর সংস্কৃতিমনস্ক এবং শিক্ষিত মানুষদের জায়গা । সেখানে বিজেপি বিধায়কের এহেন অশালীন ভাষার ব্যবহার তাঁকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদেরকে অপমানিত করে ।"

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুর্গাপুরের কল্পতরু ময়দানে জনসভা করার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ তবে ওই মাঠে জনসভার জন্য অনুমোদন দেয়নি রাজ্য সরকারের নিজস্ব তাপবিদ্যুৎ কারখানা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কর্তৃপক্ষ । আর তাতেই বেজায় চটেছেন পশ্চিম বর্ধমান বিজেপি জেলা নেতৃত্ব । বুধবার বৃষ্টি ভেজা সকালে ডিপিএল কারখানার প্রশাসনিক ভবনের বাইরে ক্ষোভে ফেটে পড়তে দেখা গেল বিজেপির নেতাকর্মীদের । ডিপিএলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন,"আমাদের নতুন যে নিয়ম হয়েছে তাতে করে ওই মাঠে এখন আপাতত কোন রাজনৈতিক কর্মসূচি করা যাবে না । মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অনুমোদন দেওয়া যেতে পারে ।"

দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের নির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে ওই মাঠে কোন রাজনৈতিক দলকেই সভা করতে দেওয়া হবে না । তার পরেও বিজেপি কর্মী সমর্থকরা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের গেটের সামনে আন্দোলন শুরু করে দেয় । দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডকে কার্যত চাপ দিতে থাকে । এমনকী হুঁশিয়ারিও দিতে থাকে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কর্তৃপক্ষকে । ওই মাঠে সভা করতে দেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন বলেও হুঁশিয়ারি দেন ।

আরও পড়ুন: বাংলায় শান্তি ফেরাতে মহাযজ্ঞের আয়োজন বিজেপি বিধায়কের

উত্তেজনা যখন চরমে ঠিক তখন রাজ্য সরকারের তাপ বিদ্যুৎ কারখানার নিজস্ব নিরাপত্তার আধিকারিকরা চারজন প্রতিনিধিকে ডিপিএলের কর্তা ও ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের কথা বলেন । কিন্তু এরপরেই দেখা যায় মাইক ধরে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ডিপিএলের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের চোর বলেন ৷ পাশাপাশি তাঁদের বিরুদ্ধে অশালীন ভাষার ব্যবহার করেন । এরপরেই দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড-এর ভেতরে প্রায় 100 বিজেপি কর্মী সমর্থকরা নিরাপত্তাবেষ্টনী পার করে ঢুকে পড়েন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.