পশ্চিমবঙ্গ

west bengal

Udayan Guha:'নির্দল হয়ে দাঁড়ালে পাঁচ বছরে যা খেয়েছেন ফেরত দিতে হবে", দলীয় নেতাদের হুঁশিয়ারি উদয়নের

By

Published : May 7, 2023, 11:01 PM IST

পঞ্চায়েতে দলের টিকিট না পেয়ে দলের কেউ যাতে নির্দল হয়ে না দাঁড়ান বা অন্য দলে নাম না লেখান তার জন্য আগাম হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ ৷

Etv Bharat
ফাইল ছবি

উদয়ন গুহর বক্তব্য

কোচবিহার, 7 মে:ভোটের নির্ঘণ্ট ঘোষণা এখনও না-হলেও রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট ৷ তার আগেই অবশ্য এই ভোটে টিকিট পাওয়া নিয়ে ইতিমধ্যে কোন্দল দেখা দিয়েছে কোচবিহারে শাসক দলের অন্দরে ৷ দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি চলাকালীনই এই জেলায় প্রার্থী বাছাইয়ের ভোটদান কর্মসূচি ঘিরে গণ্ডগোল হয়েছে । যা নিয়ে কড়া বার্তা দিয়েছেন অভিষেকও ৷

এবার পঞ্চায়েত ভোটে টিকিট পাওয়া নিয়ে দলের কর্মীদের হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । রবিবার বিকেলে তিনি দলীয় এক সভায় বলেন, "টিকিট না-পেয়ে নির্দল হয়ে দাঁড়ানোর কথা ভাবছেন । দাঁড়ানোর অধিকার সবার আছে । আমি বলি, দলের টিকিট না-পেয়ে যদি কেউ নির্দল হয়ে দাঁড়ানোর কথা বলেন, তিনি দাঁড়াতেই পারেন ৷ কিন্তু তার আগে 5 বছরে যা যা সুবিধা নিয়েছেন তা পার্টির কাছে বুঝিয়ে দিতে হবে । না হলে আপনাকে ছাড়া হবে না ।"

এদিন উদয়ন আরও বলেন, কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দিনহাটার বামনহাটে এসেছিলেন । তখন বলেছিলেন,"প্রার্থী নিয়ে এত লাফালাফি করার কিছু নেই । মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন তিনি প্রার্থী হবেন । তাকে জেতার জন্য তৃণমূলের সমস্ত কর্মী ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বেন । আর কারও যদি প্রার্থী পছন্দ না হয় তার জন্য দরজা খোলা আছে । সে নির্দল হবেন না বিজেপি হবে না সিপিএম হবে তাঁর ব্যাপার । আমার বক্তব্য একটাই কথা পাঁচ বছর ধরে সুযোগ সুবিধা নিয়েছেন । পাঁচ বছর ধরে হয়তো কেউ কেউ পঞ্চায়েতি করেছেন । সাধারণ লোক যা সুবিধা পেয়েছেন তার চাইতে বেশি সুবিধা পেয়েছেন । সেই সব দলকে বুঝিয়ে দিতে হবে ৷"

আরও পড়ুন: দলীয় কর্মীদের পিঠের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি মন্ত্রী উদয়নের

উল্লেখ্য, কোচবিহারে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব আর কোনও গোপন কথা নয় ৷ বহুবার তা প্রকাশ্যে এসেছে ৷ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন দলের শীর্ষ নেতৃত্বও ৷ আশঙ্কা করা হচ্ছে পঞ্চায়েতের টিকিট বণ্টনকে কেন্দ্র করে তা চরমে উঠতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details