পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিশীথ প্রামাণিকের আগাম জামিন মামলায় রাজ্যের জবাব তলব সুপ্রিম কোর্টের

Nisith Pramanik: 2018 সালের একটি খুনের চেষ্টার মামলায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে আগাম জামিন দিতে অস্বীকার করে কলকাতা হাইকোর্ট ৷ তাই আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ তাঁর আবেদন শুক্রবার খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট ৷ তবে এই নিয়ে রাজ্যের জবাব তলব করেছে শীর্ষ আদালত ৷

Nisith Pramanik
Nisith Pramanik

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 6:01 PM IST

নয়াদিল্লি, 11 জানুয়ারি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের আগাম জামিন মামলায় পশ্চিমবঙ্গ সরকারের জবাব তলব করল সুপ্রিম কোর্ট ৷ বৃহস্পতিবার এই মামলার শুনানি হয় ৷ সেখানেই শীর্ষ আদালত এই জবাব তলব করেছে বাংলার সরকারের কাছ থেকে ৷ এ দিন আদালতে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের হয়ে সওয়াল করেন সিনিয়র আইনজীবী পিএস পাটওয়ালিয়া ৷ সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বেলা এম ত্রিবেদী ও পঙ্কজ মিথালের বেঞ্চ পাটলিওয়ালিয়াকে এই মামলার কপি রাজ্য়ের কাউনসেলকে দিতে বলেছেন ৷

উল্লেখ্য, 2018 সালে কোচবিহারের দিনহাটা থানা এলাকায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে খুনের চেষ্টার একটি মামলা দায়ের হয় ৷ যে ঘটনার প্রেক্ষিতে এই মামলা দায়ের হয়, সেই ঘটনায় একদল লোক তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে গুলি চালায় ৷ তাতে একজন গুলিবিদ্ধ হন ৷ তার পরই নিশীথের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ৷

সেই মামলায় এখন গ্রেফতারির আশঙ্কা করছেন নিশীথ প্রামাণিক ৷ সেই কারণে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ গত 4 জানুয়ারি সেই আবেদনের শুনানি হয় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ৷ সেখানে আদালত নিশীথকে আগাম জামিন দিতে অস্বীকার করে ৷ তার পরই এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন নিশীথ প্রামাণিক ৷

এ দিনের শুনানিতে নিশীথের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল সংসদের একজন সদস্য ৷ উচ্চ আদালত তাঁকে (নিশীথ) গ্রেফতারি থেকে সুরক্ষা দিতে অস্বীকার করেছে । নিশীথ আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন ৷ এখন বিজেপিতে ৷ সেই কারণে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় ৷

হাইকোর্ট নিশীথকে আগাম জামিন না দিলেও মামলার শুনানি চলছে ৷ সেই বিষয়টি সুপ্রিম কোর্টের তরফে জানতে চাওয়া হয় ৷ তখন নিশীথের আইনজীবী জানান, আগামী 22 জানুয়ারি হাইকোর্টে শুনানি ৷ কিন্তু তার আগেই নিশীথ প্রামাণিককে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করতে পারে ৷

এর পরই রাজ্যের জবাব তলব করে সুপ্রিম কোর্ট ৷ পাশাপাশি আগামিকাল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় ৷ তখনই নিশীথের আবেদন খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত ৷

আরও পড়ুন:

  1. খুনের চেষ্টার মামলা, নিশীথের জামিনের আবেদন নাকচ করল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ
  2. হামলার জের ! বাড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নিরাপত্তা
  3. রাজ্যকে বারুদের স্তূপে দাঁড় করিয়ে পিকনিক করছে তৃণমূল, দত্তপুকুরের ঘটনায় তোপ নিশীথের

ABOUT THE AUTHOR

...view details