ETV Bharat / state

Nisith Pramanik Secuirity: হামলার জের ! বাড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নিরাপত্তা

author img

By

Published : Jun 30, 2023, 8:58 PM IST

Updated : Jun 30, 2023, 9:52 PM IST

গোয়েন্দাদের রিপোর্টের ভিত্তিতে কনভয়ে হামলার জেরে নিরাপত্তা বাড়ানো হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ৷

Etv Bharat
নিশীথ প্রামাণিক

কোচবিহার, 30 জুন: কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় হামলার জের ! ভোটের মুখে তাঁকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে । গোয়েন্দাদের রিপোর্টের ভিত্তিতে তার এই নিরাপত্তা বাড়ানো হল । যদিও গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয়মন্ত্রী কোনও মন্তব্য করতে চাননি । তবে এই বিষয়ে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন,"মন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে । জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছে ।"

বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয় নিশীথ প্রামাণিককে । পরবর্তীতে সাংসদ ও মন্ত্রী হওয়ার পর তাঁর নিরাপত্তা আরও বাড়ানো হয় । কিন্তু গত কয়েক মাসে তার উপর একাধিক হামলার অভিযোগ ওঠে । কয়েকমাস সগে সিতাইতে যাওয়ার পথে তাঁর কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে । ধুন্ধুমার বেঁধে যায় তৃণমূল ও বিজেপির মধ্যে । গত 25 ফেব্রুয়ারি দিনহাটার বুড়িরহাটে আক্রান্ত কর্মীর বাড়িতে যাওয়ার পথে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । চলে গুলি ৷ ফাটানো হয় বোমাও ৷ পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে ।

ওইদিন কেন্দ্রীয় মন্ত্রী নিজে অভিযোগ করেছিলেন তাঁকে খুনের চেষ্টা করা হচ্ছে । এই ঘটনা ঘিরে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি । পরবর্তীতে পঞ্চায়েত ভোটের স্ক্রুটিনির দিন দিনহাটার সাহেবগঞ্জে তাঁর কনভয় লক্ষ করে তির ছোড়া হয় বলে অভিযোগ । পালটা হামলার অভিযোগ করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । একের পর এক এই ধরনের ঘটনা ঘটে চলায় গোয়েন্দাদের রিপোর্টের ভিত্তিতে তাঁর নিরাপত্তা বাড়ানো হয় । কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের পাশাপাশি জেলার পাঁচ বিজেপি বিধায়কের নিরাপত্তাও বাড়ানো হয় ।

এছাড়া কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় আরও কিছু রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে । ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে আরও কিছু গণ্ডগোলের আশঙ্কা করছে গোয়ান্দারা । ইতিমধ্যে তাঁর সেই গাড়ি ও নিরাপত্তাকর্মীরা কোচবিহার জেলায় পৌঁছে গিয়েছে । কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের পাশাপাশি জেলার পাঁচ বিজেপি বিধায়ক সুকুমার রায়, মালতি রাভা, নিখিল রঞ্জন দে, সুশীল বর্মন, বরেন চন্দ্র বর্মনের নিরাপত্তাও বাড়ানো হয় ।

আরও পড়ুন: 'মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডার পিসি', তৃণমূল সুপ্রিমোকে পালটা আক্রমণ নিশীথের

Last Updated :Jun 30, 2023, 9:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.