পশ্চিমবঙ্গ

west bengal

Partha Pratim Roy: পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে লিফলেট কোচবিহার শহরে

By

Published : Dec 30, 2022, 7:23 PM IST

চাকরি দেওয়ার নামে শারীরিক সম্পর্ক এবং টাকা নিয়ে প্রতারণার অভিযোগ (Charges of Cheating Against TMC Leader Partha Pratim Roy) ৷ কোচবিহার তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে ৷

Partha Pratim Roy ETV BHARAT FILE IMAGE
পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

কোচবিহার, 30 ডিসেম্বর: কোচবিহারের প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে প্রতারণা এবং ধর্ষণের অভিযোগ (Charges of Cheating Against TMC Leader Partha Pratim Roy) ৷ পার্থপ্রতিমের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে রাস্তায় লিফলেট পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ শুক্রবার সকালে কোচবিহার শহরের নিউটাউন মোড়, স্টেশন মোড়, আমতলা এবং মরাপড়া-সহ শহরের একাধিক জায়গা লিফলেটে পড়ে রয়েছে তাঁর নাম ।

জানা গিয়েছে, লিফলেটে কোচবিহারের প্রাক্তন তৃণমূল সভাপতির বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ করা হয়েছে ৷ উল্লেখ্য ওই পোস্টারে, পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নামে একাধিক যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করার অভিযোগ উঠেছে ৷ তবে, এই গুরুতর অভিযোগের ভিত্তিতে কোনও প্রমাণ অভিযোগকারী বা অভিযোগকারীদের কাছে আছে কি না, তা উল্লেখ করা হয়নি ৷ এমনকি কারা এই লিফলেটগুলি ছাপিয়েছে তাও জানা যায়নি ৷

পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে চাকরির দেওয়ার নামে টাকা নেওয়ারও অভিযোগ করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, পার্থপ্রতিম রায় এনবিএসটিসি-র চেয়ারম্যান থাকাকালীন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় চাকরি দেওয়ার নাম করে বহু শিক্ষিত যুবক-যুবতীদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলে আত্মসাৎ করেছেন ৷ এমনকি, প্রাথমিক ও হাইস্কুলের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও টাকা তুলেছেন ৷ যদিও, কোনও অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ আছে কিনা, তা উল্লেখ করা হয়নি ৷ বরং, এর বিচার না হলে প্রার্থপ্রতিমের বাড়ির সামনে বিক্ষোভ ও ধরনা দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:আবাস যোজনায় নাম তৃণমূল নেতার পরিবারের, বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

পুরো বিষয়টিকেই বিরোধী বিজেপির চক্রান্ত বলে দাবি করেছে কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্যই এই কৌশল বলে পালটা অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্ব ৷ যদিও, পার্থপ্রতিম রায় এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ প্রসঙ্গত, চলতি মাসে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণী পোদ্দারের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে রাস্তায় লিফলেট ফেলে রাখা হয়েছিল ৷

বিজেপির তরফে বিধায়ক মালতি রাভা রায় পালটা দাবি করেছেন, পুরোটাই সাধারণ মানুষের ক্ষোভের ফল ৷ এর পিছনে বিজেপির কোনও হাত নেই ৷ তিনি পালটা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details