পশ্চিমবঙ্গ

west bengal

Mamata Banerjee: বিশ্বভারতীর বিষ নজরে অমর্ত্য ! শান্তিনিকেতনে ফিরতেই ফোন মুখ্যমন্ত্রীর

By

Published : Jun 29, 2023, 10:49 PM IST

Updated : Jun 30, 2023, 7:28 AM IST

প্রতিচীর জমি বিতর্কে যে মুখ্যমন্ত্রী মমতা অমর্ত্য সেনের পাশে আছেন, সেকথাও এদিন দু'জনের মধ্য়ে হয়েছে বলে খবর ৷ হঠাৎতই অমর্ত্য সেনকে মমতার ফোনে স্বাভাবিকভাবেই উৎসুক রাজনৈতিক মহলের একাংশ ৷

Etv Bharat
আচমকা অমর্ত্যকে ফোন মুখ্যমন্ত্রীর

বোলপুর, 29 জুলাই: 'প্রতিচী' নিয়ে বিতর্কের মাঝে ফের অমর্ত্য-মমতা ফোনালাপে জল্পনা তুঙ্গে ৷ আচমকাই বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। যদিও সৌজন্যমূলক কথাবার্তা ছাড়া তাঁদের মধ্য়ে বিশেষ কোনও কথা হয়নি বলে জানা গিয়েছে ৷ তবে হঠাৎতই অমর্ত্য সেনকে মমতার ফোনে স্বাভাবিকভাবেই উৎসুক রাজনৈতিক মহলের একাংশ ৷

ঘোষিত বিজেপি বিরোধী অমর্ত্য সেনকে রীতিমতো আগলে রাখতে পছন্দ করে তৃণমূল ৷ একাধিক বিষয়ে কেন্দ্রের নীতি বা আদর্শের চরম সমালোচনা শোনা যায় অমর্ত্য সেনের গলায় ৷ সম্প্রতি, প্রতিচী ইস্যুতে বিশ্বভারতী-অমর্ত্য দ্বৈরথেও হস্তক্ষেপ করতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ৷ সেবারও তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে অমর্ত্য সেনের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছিলেন তিনি ৷ সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট ৷ আর বছর ঘুরলে লোকসভা ভোট ৷ তার আগে ফের অমর্ত্য-মমতা কথার মধ্যে দিয়ে অন্য সমীকরণের ইঙ্গিত মিলছে বলেই দাবি ওয়াকিবহল মহলের একাংশের ৷

জানা গিয়েছে, গত 27 জুন বিদেশ থেকে শান্তিনিকেতনে নিজের বাড়িতে আসেন অধ্যাপক অমর্ত্য সেন ৷ এরপরই তাঁর কুশল সংবাদ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। একে অপরের শারীরিক সুস্থতার খোঁজও নিয়েছেন ৷ বিদেশ থেকে নিজের শান্তিনিকেতনের বাড়িতে এসেছেন অমর্ত্য সেন। জানা গিয়েছে, এদিন ফোন করে অমর্ত্য সেনের 'শরীর কেমন আছে' খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন অধ্যাপক সেন ৷ প্রসঙ্গত, সদ্য উত্তরবঙ্গ থেকে ফেরার পথে দুর্যোগের মুখে পরে মুখ্যমন্ত্রীর কপ্টার। তড়িঘড়ি ল্যান্ডিংয়ের পর হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমড়ে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর শারীরিক অবস্থা এখন কেমন আছে, তা জানতে চান অমর্ত্য সেন ৷

অন্যদিকে, প্রতিচীর জমি বিতর্কে যে মুখ্যমন্ত্রী মমতা অমর্ত্য সেনের পাশে আছেন, সেকথাও এদিন দু'জনের মধ্য়ে হয়েছে বলে খবর ৷ উল্লেখ্য, জলের একটি সংযোগের জন্য বোলপুর পৌরসভায় আবেদন করেছেন অমর্ত্য সেন ৷ সেই সংযোগ দ্রুত দেওয়ার আশ্বাসও দিয়েছে বোলপুর পৌরসভা। প্রসঙ্গত, 'ভারতরত্ন' অমর্ত্য সেন 13 শতক জমি দখল করে রেখেছেন, এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমনকী, স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যাঁর নাম রেখেছেন সেই 'অমর্ত্য'কে উচ্ছেদের নোটিশও দিয়েছে বিশ্বভারতী।

আরও পড়ুন:পৃথিবীর ছাদে উড়ল ইস্টবেঙ্গলের পতাকা

শুধু তাই নয়, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বিভিন্ন সংবাদমাধ্যমে ও সামাজিক মাধ্যমে তির্যক ভাষায় আক্রমণ করে বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। যদিও, প্রয়াত পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী জমি পুত্রের, এই মর্মে আদালতের দ্বারস্থ হয়েছেন অধ্যাপক সেন ৷ অমর্ত্য সেনকে অবমাননার প্রতিবাদ করে পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ, যোগেন চৌধুরী, সঙ্গীতশিল্পী কবীর সুমন, মার্কিন নোবেলজয়ী অর্থনীতিবিদ জর্জ অর্থার একলর্ফ-সহ দেশ-বিদেশের বিদ্বজ্জনরা। গত 30 জানুয়ারি বীরভূম সফরে এসে শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়িতে গিয়ে অমর্ত্য সেনের সঙ্গে দেখাও করেছিলেন মুখ্যমন্ত্রী।

Last Updated : Jun 30, 2023, 7:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details