বোলপুর, 29 জুলাই: 'প্রতিচী' নিয়ে বিতর্কের মাঝে ফের অমর্ত্য-মমতা ফোনালাপে জল্পনা তুঙ্গে ৷ আচমকাই বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। যদিও সৌজন্যমূলক কথাবার্তা ছাড়া তাঁদের মধ্য়ে বিশেষ কোনও কথা হয়নি বলে জানা গিয়েছে ৷ তবে হঠাৎতই অমর্ত্য সেনকে মমতার ফোনে স্বাভাবিকভাবেই উৎসুক রাজনৈতিক মহলের একাংশ ৷
ঘোষিত বিজেপি বিরোধী অমর্ত্য সেনকে রীতিমতো আগলে রাখতে পছন্দ করে তৃণমূল ৷ একাধিক বিষয়ে কেন্দ্রের নীতি বা আদর্শের চরম সমালোচনা শোনা যায় অমর্ত্য সেনের গলায় ৷ সম্প্রতি, প্রতিচী ইস্যুতে বিশ্বভারতী-অমর্ত্য দ্বৈরথেও হস্তক্ষেপ করতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ৷ সেবারও তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে অমর্ত্য সেনের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছিলেন তিনি ৷ সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট ৷ আর বছর ঘুরলে লোকসভা ভোট ৷ তার আগে ফের অমর্ত্য-মমতা কথার মধ্যে দিয়ে অন্য সমীকরণের ইঙ্গিত মিলছে বলেই দাবি ওয়াকিবহল মহলের একাংশের ৷
জানা গিয়েছে, গত 27 জুন বিদেশ থেকে শান্তিনিকেতনে নিজের বাড়িতে আসেন অধ্যাপক অমর্ত্য সেন ৷ এরপরই তাঁর কুশল সংবাদ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। একে অপরের শারীরিক সুস্থতার খোঁজও নিয়েছেন ৷ বিদেশ থেকে নিজের শান্তিনিকেতনের বাড়িতে এসেছেন অমর্ত্য সেন। জানা গিয়েছে, এদিন ফোন করে অমর্ত্য সেনের 'শরীর কেমন আছে' খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন অধ্যাপক সেন ৷ প্রসঙ্গত, সদ্য উত্তরবঙ্গ থেকে ফেরার পথে দুর্যোগের মুখে পরে মুখ্যমন্ত্রীর কপ্টার। তড়িঘড়ি ল্যান্ডিংয়ের পর হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমড়ে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর শারীরিক অবস্থা এখন কেমন আছে, তা জানতে চান অমর্ত্য সেন ৷