পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

PM to Neeraj : সাফল্যকে মাথায় চড়তে দাও না, ব্যর্থতা বয়ে বেড়াও না ; নীরজের প্রশংসায় মোদি

সোমবার প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে চা চক্রে যোগ দেন ভারতীয় অলিম্পিয়ানরা ৷ সেখানেই সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি ৷ নীরজের নিজের প্রতি আত্মবিশ্বাসের প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷

success-doesnt-get-to-your-head-and-loss-doesnt-stay-in-your-mind-pm-narendra-modi-lauds-neeraj-chopra
PM to Neeraj : সাফল্যকে মাথায় চড়তে দাও না এবং ব্যর্থতাকে বয়ে নিয়ে বেরাও না, নীরজের প্রশংসায় প্রধানমন্ত্রী

By

Published : Aug 18, 2021, 1:39 PM IST

নয়াদিল্লি, 18 অগস্ট : অলিম্পিকসে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)-র প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ গত সোমবার 7 নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে চা চক্রে যোগ দেন ভারতীয় অলিম্পিয়ানরা ৷ সেই চা চক্রে নীরজের সঙ্গে আলাপচারিতায় তাঁর প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ ফাইনালে দ্বিতীয় রাউন্ডে জ্যাভলিন ছোড়া মাত্র নীরজকে উৎসব করতে দেখা গিয়েছিল ৷ যা কেবলমাত্র নিজের উপর আত্মবিশ্বাস থাকলেই সম্ভব হয় বলে ওইদিন নীরজকে বলেছিলেন প্রধানমন্ত্রী ৷

টোকিয়ো অলিম্পিকসে প্রথমবার ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন নীরজ চোপড়া ৷ ফাইনালে 87.58 মিটার জ্যাভলিন ছুড়ে টোকিয়ো অলিম্পিকসে সোনার পদক জেতেন তিনি ৷ এ বছর মোট 7টি পদক জিতেছেন ভারতীয় অলিম্পিয়ানরা ৷ যার মধ্যে একটি সোনা, দু’টি রুপো এবং চারটি ব্রোঞ্জ পদক রয়েছে ৷ নীরজ চোপড়ার সঙ্গে আলাপচারিতার সময় প্রধানমন্ত্রী তাঁর প্রশংসায় বলেন, ‘‘আপনি দ্বিতীয় বার জ্যাভলিন ছোড়া মাত্র সেলিব্রেট করতে শুরু করেছিলেন ৷ আর এটা তখনই সম্ভব হয়, যখন আপনার মধ্যে অসীম আত্মবিশ্বাস থাকে ৷’’

প্রধানমন্ত্রীর মুখে প্রশংসা শুনে নীরজ বলেন, ‘‘স্যার আত্মবিশ্বাস আসে অনুশীলনের মাধ্যমে ৷ আর আমি খুব অনুশীলন করেছিলাম ৷ তাই দ্বিতীয়বার জ্যাভলিন ছোড়া মাত্র আমি আত্মবিশ্বাসী ছিলাম জয়ের ব্যাপারে ৷’’ প্রধানমন্ত্রীর সঙ্গে ওই চা চক্রের আলাপচারিতায় নীরজ আরও জানান, ‘‘আমাদের খেলা নির্ভর করে আমাদের প্রতিপক্ষের উপরেও ৷ কিন্তু, আমাদেরও নিজেদের সেরাটা দিতে হবে ৷ আমাদের নিজেদের উপর মনোসংযোগ করাটা জরুরি ৷’’

আরও পড়ুন : Neeraj Chopra : প্রচণ্ড জ্বর, অসুস্থতা নিয়ে মাঝপথেই সংবর্ধনা অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন নীরজ

এর পরই মোদি বলেন, ‘‘আমি দেখেছি তুমি সাফল্যকে মাথায় চড়তে দাও না এবং হারকে বয়ে নিয়ে যাও না...৷’’ প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ভারতীয় অলিম্পিয়ানদের প্রশংসায় বলেছিলেন, তাঁরা ভারতকে বিশ্বের দরবারে গৌরবান্বিত করেছেন এবং আগামী প্রজন্ম তাঁদের দেখে উজ্জীবিত হবে ৷

ABOUT THE AUTHOR

...view details