নয়াদিল্লি, 18 অগস্ট : অলিম্পিকসে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)-র প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ গত সোমবার 7 নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে চা চক্রে যোগ দেন ভারতীয় অলিম্পিয়ানরা ৷ সেই চা চক্রে নীরজের সঙ্গে আলাপচারিতায় তাঁর প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ ফাইনালে দ্বিতীয় রাউন্ডে জ্যাভলিন ছোড়া মাত্র নীরজকে উৎসব করতে দেখা গিয়েছিল ৷ যা কেবলমাত্র নিজের উপর আত্মবিশ্বাস থাকলেই সম্ভব হয় বলে ওইদিন নীরজকে বলেছিলেন প্রধানমন্ত্রী ৷
টোকিয়ো অলিম্পিকসে প্রথমবার ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন নীরজ চোপড়া ৷ ফাইনালে 87.58 মিটার জ্যাভলিন ছুড়ে টোকিয়ো অলিম্পিকসে সোনার পদক জেতেন তিনি ৷ এ বছর মোট 7টি পদক জিতেছেন ভারতীয় অলিম্পিয়ানরা ৷ যার মধ্যে একটি সোনা, দু’টি রুপো এবং চারটি ব্রোঞ্জ পদক রয়েছে ৷ নীরজ চোপড়ার সঙ্গে আলাপচারিতার সময় প্রধানমন্ত্রী তাঁর প্রশংসায় বলেন, ‘‘আপনি দ্বিতীয় বার জ্যাভলিন ছোড়া মাত্র সেলিব্রেট করতে শুরু করেছিলেন ৷ আর এটা তখনই সম্ভব হয়, যখন আপনার মধ্যে অসীম আত্মবিশ্বাস থাকে ৷’’