মুম্বই, 17 নভেম্বর:অভিনেত্রী অনুষ্কা শর্মা বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ ৷ তাঁর আরেকটা পরিচয় অবশ্য়ই আছে ৷ তিনি বিরাটপত্নী ৷ অর্থাৎ প্রাক্তন ভারতীয় দলের অধিনায়কের সবচেয়ে প্রিয় মানুষ ৷ তবে এবার তাঁকে 'প্রিয়' হিসাবে উল্লেখ করলেন আরেক তারকা ৷ তবে কি কোনও ত্রিকোন প্রেমের জাল? না বিষয়টা কিন্তু একেবারেই তেমন নয়? হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত এই নায়িকা এখন ব্যস্ত তাঁর নতুন ছবি 'চাকদা এক্সপ্রেস' নিয়ে ৷ ছবির জন্য় কয়েকদিন আগেই অনুষ্কাকে আসতে হয়েছিল কলকাতাতেও ৷ এই ছবিতে তুলে ধরা হবে ভারতের জনপ্রিয় গতি তারকা ঝুলন গোস্বামীর কাহিনি (Jhulan Goswami on Anushka Sharma)৷
বুধবার এই গতি তারকা ঝুলন গোস্বামীর ইনস্টাগ্রামে লিখছিলেন "আমাকে যা খুশি জিজ্ঞাসা করুণ"৷ সেই পোস্টের নীচেই একজন প্রশ্ন করেন, এক শব্দে অনুষ্কা শর্মা সম্পর্কে যা বলতে চান বলুন ৷ উত্তরে বিরাটের সুইটহার্টের জন্য যে শব্দটি তিনি ব্যবহার করেছেন তা হলো 'ফেভারিট' অর্থাৎ প্রিয় ৷ অনুষ্কাকে যেভাবে তাঁর কাছের মানুষ হিসাবে উল্লেখ করেছেন ঝুলন তাতে ফ্যানেরাও যে বেশ খুশি তা বলাই বাহুল্য ৷
এর আগে যখন তাঁর এই ছবির জন্য বোলিং অনুশীলন করছিলেন অনুষ্কা(Jhulan Goswami Biopic) ৷ তাঁর অনুশীলনের প্রশংসা করে ঝুলন লেখেন, 'খুবই সুন্দর ৷' প্রসিত রায়ের পরিচালনায় 'চাকদা এক্সপ্রেস' প্রযোজনা করছে অনুষ্কা এবং তাঁর ভাই কর্ণেশ শর্মার ব্যানার ক্লিন স্লেট ফিল্মজ(Anushka Sharma New Film) । ছবিটি কবে বড় পর্দায় আসছে তা যদিও এখনও জানা যায়নি ৷ তবে রণবীর সিংয়ের 83 ছবির মতই এই ছবি নিয়েও যে আগ্রহ তুঙ্গে দর্শকদের এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷
অনুষ্কাকে তাঁর 'প্রিয়' বলে উল্লেখ করলেন ঝুলন আরও পড়ুন:বড় হয়েছেন শিলিগুড়িতে, না ফেরার দেশে পঞ্জাবি অভিনেত্রী দলজিৎ কৌর
এবার আসা যাক অনুষ্কার কথায় ৷ শেষবার আনন্দ এল রাইয়ের জিরো ছবিতে শেষবার দেখা গিয়েছিল অনুষ্কাকে ৷ এরপর ঝুলন গোস্বামীর বায়োপিকের কাজ শুরু করেছিলেন ৷ ইডেন গার্ডেন্সে শুটিংও করে যান ৷ তবে অনুষ্কার প্রেগন্যান্সি ও কোভিড পরিস্থিতির কারণে ছবির কাজ থমকে গিয়েছিল ৷ গতবছর জানুয়ারিতে মা হন অনুষ্কা ৷ একরত্তি মেয়েকে ছেড়ে কাজে মন দিতে চাননি নায়িকা ৷ কিছুদিনের মধ্যেই একবছরে পা দেবে ভামিকা ৷ অবশেষে এবার 'চাকদা এক্সপ্রেস' নিয়ে পর্দায় ফিরছেন বিরাট পত্নী ৷