কলকাতা, 19 ফেব্রুয়ারি: চলতি মাসের 27 তারিখ ভাটপাড়া সহ ব্যারাকপুরে নির্বাচন । এই পৌরনির্বাচনে যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয় তার জন্য বদ্ধপরিকর কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ । সম্প্রতি একটি প্রশাসনিক বৈঠকে ভাটপাড়ায় বহিরাগতদের আনাগোনার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই ব্যাপারে যথার্থ ব্যবস্থা নিতে বলেন । সেইমতো আজ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের একটি বৈঠক হয় (Bengal Civic Poll 2022) ।
সূত্রের খবর, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বৈঠকে প্রশাসনিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন । এই বৈঠকে ঠিক হয়, বহিরাগত এবং বাইরে থেকে যারা আসছে তাদের উপর নজরদারি চালানোর ব্যবস্থা করবে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ । লালবাজার সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা, গোয়েন্দা বিভাগ ও সিআইডি-র আধিকারিকরা সাদা পোশাকে মাঝেমধ্যেই ব্যারাকপুর সহ ভাটপাড়া বিভিন্ন অঞ্চলে টহল দিচ্ছেন । তাছাড়াও গোপন সূত্রে তারা খবর রাখছেন, নির্বাচনের আগে বাইরে থেকে কেউ এসে কোনও সমস্যা না তৈরি করে (State Government Direct To Barrackpure Police )।