পশ্চিমবঙ্গ

west bengal

Hybrid Mode Starts in Private Schools: সরকারি স্কুলে শুরু গরমের ছুটি, বেসরকারিদের ভরসা হাইব্রিড মোডে

By

Published : May 2, 2022, 3:32 PM IST

সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হলেও 'হাইব্রিড মোড'-এই ভরসা রেখেছে বেসরকারি স্কুলগুলি (Hybrid mode again starts in many private schools to avoid heatwave) ৷ খোলা থাকছে একাধিক কলেজও । অফলাইন ও অনলাইনে সমান ভাবে পড়াশোনা বা ক্লাস হবে তাঁদের (online-offline class in schools) ৷

Hybrid mode again starts in many private schools to avoid heatwave
Private Schools

কলকাতা, 2 মে : তীব্র গরমের আঁচে যখন নাজেহাল অবস্থা চারিদিকে, তখন স্কুল পড়ুয়াদের সুস্থতার কথা মাথায় রেখে আজ থেকে রাজ্যে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । সেই মতো আজ থেকেই ছুটি পড়ে গেল সরকারি, সরকার পোষিত ও সরকার অনুমোদিত স্কুলগুলোতে । পাশাপাশি গরমের ছুটি চালু হয়েছে কলেজগুলিতেও (Hybrid mode again starts in many private schools to avoid heatwave) ।

তবে বেশ কয়েকটি বেসরকারি ও স্বশাসিত স্কুল, কলেজ এখনই বন্ধ করতে চাইছে না শিক্ষা প্রতিষ্ঠান । সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার বিষয়ে রাজ্য সরকার কিছুটা তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল । শিক্ষকদের একাংশের মতে, যখন প্রচণ্ড তাপপ্রবাহ চলছিল তখন কিছুদিন ছুটি দিয়ে আবারও স্কুল চালু করা যেতে পারত । তবে গরমের দাবদাহে শহরের বেশ কয়েকটি বেসরকারি স্কুল ও কলেজ এখনও চালু রয়েছে ৷ স্কুলে গিয়েই পঠনপাঠন করতে হচ্ছে ছাত্রছাত্রীদের । অনেকে আবার 'হাইব্রিড মোড'-এ পঠনপাঠন চালাবার ব্যবস্থা রেখেছে । অর্থাৎ অফলাইন ও অনলাইনে সমান ভাবে পড়াশোনা বা ক্লাস হবে (online-offline class in schools)৷

খোলা থাকছে একাধিক কলেজও । জোকার বিবেকানন্দ মিশন স্কুলে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু রয়েছে ক্লাস । স্কুলের পূর্বনির্ধারিত দিন অর্থাৎ 20 মে থেকেই শুরু হবে গরমের ছুটি । ওই স্কুলেরই এক অভিভাবক শীতল ঠক্কর, যাঁর মেয়ে নার্সারিতে পড়ে, তিনি বলেন, "যখন তাপপ্রবাহ চলছিল তখন সত্যিই এত ছোট ছোট বাচ্চাদের স্কুলে যেতে খুবই কষ্ট হচ্ছিল । তবুও আমার মেয়েদের স্কুলে যে এখনই ছুটি পড়ে যায়নি সে বিষয়ে আমরা অভিভাবকরা খুশি । কারণ আমার মেয়ের ক্ষেত্রেই বলছি ও অনলাইনে স্কুলে ভর্তি হয়েছে এবং অনলাইনেই ক্লাস করেছে । স্কুল কাকে বলে ওরা জানতই না । তাই একবার স্কুল চালু হতে সবে মাত্র কটাদিন যেতে না যেতেই স্কুল যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে ওদের পঠন পাঠনে আবার একটা ব্যাঘাত আসত ।"

আরও পড়ুন :West Bengal Weather Update : বৃষ্টি ভেজা ঈদ কাটবে বঙ্গে, জানাল হাওয়া অফিস

রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের প্রিন্সিপাল জয়তী চৌধুরী বলেন, "ছোট ক্লাসগুলি 12 টার সময় ছুটি হচ্ছে । তাই আপাতত স্কুল শুরু হাওয়ার সময় এগিয়ে নিয়ে আসা হয়নি । আর এখন যেহেতু বৃষ্টি পড়ে আবার অবহাওয়া ঠান্ডা হয়ে গেছে, তাই স্কুলের সময় পরিবর্তন করার কোনও পরিকল্পনা নেই । পাশাপাশি পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত অনলাইনে পঠনপাঠন চলছে । বাকিদের পরীক্ষা চলছে । আবার কখনও স্কুলে এসে বা অনলাইনে ক্লাস চলছে । তাই একদিকে পরীক্ষা অন্যদিকে আবহাওয়ার খেয়ালখুশির কথা মাথায় রেখেই আমাদের আপাতত একটা হাইব্রিড মোড ব্যবস্থায় স্কুল চলছে ।"

ঠিক একই ভাবে লা মার্টিনিয়ার স্কুলের সম্পাদক সুপ্রিয় ধর বলেন, "সোমবার ও মঙ্গলবার আমাদের স্কুল ছুটি । আগামী বুধবার থেকে একেবারে ছোট ক্লাস থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে । প্রয়োজনে প্রাক্টিক্যালের জন্য বড় ক্লাসের পড়ুয়ারা স্কুলে আসবে । তবে ছোটদের জন্য চলবে অনলাইনে ক্লাস । স্কুলের ডায়েরি অনুসারে আগামী 13 মে থেকে গরমের ছুটি চালু হবে ।"

কলেজে ক্লাস চলছে

তারাতলা অঞ্চলের রুবি পার্ক পাবলিক স্কুলের প্রিন্সিপাল জয়িতা মজুমদার বলেন, "স্কুলের ডাইরি মেনেই পড়বে গরমের ছুটি । তবে আপাতত মাঠে গিয়ে খেলাধুলো করা বা ফিজিক্যাল ট্রেনিং বন্ধ রাখা হয়েছে ।" স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক বিভাস সান্যাল জানিয়েছেন, তাদের সরকারি নির্দেশিকা মেনেও পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে স্কুলে চালু হয়েছে গরমের ছুটি । অন্যদিকে স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষ ডক্টর মধুমঞ্জুরী মণ্ডল বলেন, "তীব্র গরমের জন্য আজ থেকে শনিবার পর্যন্ত অনলাইনেই হবে কলেজের সমস্ত পঠনপাঠন । এরপর আমাদের একটি রিভিউ মিটিং হবে যেখানে পরিস্থিতি পর্যালোচনা করে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে ।"

শহরের আরও একটি বেসরকারি স্কুল সেন্ট জেমসে এখনও ছুটি পড়েনি । একেবারে নিচু ক্লাস থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলে গিয়ে পঠন-পাঠন চালু রয়েছে আপাতত । অন্যদিকে রামকৃষ্ণ মিশনের স্কুলগুলিতেও এখনও ছুটি পড়েনি ।

আরও পড়ুন :Satyajit Roy's Characters in Thalassaemia campaigning: থ্যালাসেমিয়া সচেতনতায় শহরজুড়ে সত্যজিতের চরিত্ররা

ABOUT THE AUTHOR

...view details