নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর: আজ শিক্ষক দিবস ৷ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকী ৷ যে দিনটিকে ভারতবাসী শিক্ষক দিবস হিসাবে পালন করে ৷ দিনটিতে দেশের সকল শিক্ষকদের সম্মান জানালেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী (President and PM Greet on Teachers Day) ৷ এ দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ডক্টর সর্বপল্লি রাধাকৃষ্ণণের (Dr Sarvepalli Radhakrishnan) উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও, টুইটে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ যেখানে সমাজের সকল শ্রেণির মানুষ, যাঁদের থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শেখার রয়েছে, তাঁদের শিক্ষক দিবসে সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷
এদিন রাষ্ট্রপতি ভবনের তরফে একটি ছবি পোস্ট করা হয় ৷ যেখানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির ছবিতে শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছে পঞ্চদশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ৷ এ দিন প্রধানমন্ত্রীও একটি ভিডিয়ো টুইট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, "শিক্ষক দিবসের শুভেচ্ছা ৷ বিশেষ করে সেই সকল পরিশ্রমী শিক্ষকদের যাঁরা প্রতিনিয়ত যুবসমাজের কাছে শিক্ষার আনন্দ ছড়িয়ে দিচ্ছেন ৷ সেই সঙ্গে আমি প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লি রাধাকৃষ্ণণকে তাঁর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করি ৷’’