পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

President and PM Greet: শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী

শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর (President and PM Greet on Teachers Day) ৷ পাশাপাশি, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লি রাধাকৃষ্ণণকে শ্রদ্ধা জানালেন তাঁরা ৷

President and PM Greet on Teachers Day Pay Homage to Ex President Dr Sarvepalli Radhakrishnan
President and PM Greet on Teachers Day Pay Homage to Ex President Dr Sarvepalli Radhakrishnan

By

Published : Sep 5, 2022, 1:58 PM IST

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর: আজ শিক্ষক দিবস ৷ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকী ৷ যে দিনটিকে ভারতবাসী শিক্ষক দিবস হিসাবে পালন করে ৷ দিনটিতে দেশের সকল শিক্ষকদের সম্মান জানালেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী (President and PM Greet on Teachers Day) ৷ এ দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ডক্টর সর্বপল্লি রাধাকৃষ্ণণের (Dr Sarvepalli Radhakrishnan) উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও, টুইটে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ যেখানে সমাজের সকল শ্রেণির মানুষ, যাঁদের থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শেখার রয়েছে, তাঁদের শিক্ষক দিবসে সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

এদিন রাষ্ট্রপতি ভবনের তরফে একটি ছবি পোস্ট করা হয় ৷ যেখানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির ছবিতে শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছে পঞ্চদশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ৷ এ দিন প্রধানমন্ত্রীও একটি ভিডিয়ো টুইট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, "শিক্ষক দিবসের শুভেচ্ছা ৷ বিশেষ করে সেই সকল পরিশ্রমী শিক্ষকদের যাঁরা প্রতিনিয়ত যুবসমাজের কাছে শিক্ষার আনন্দ ছড়িয়ে দিচ্ছেন ৷ সেই সঙ্গে আমি প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লি রাধাকৃষ্ণণকে তাঁর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করি ৷’’

আরও পড়ুন:শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মাঝে শিক্ষক দিবসের মঞ্চে মমতা, কী বার্তা দেন সেটাই দেখার

করোনা অতিমারির আবহে গত দু’বছরে সেভাবে শিক্ষক দিবস পালন হয়নি ৷ এই পরিস্থিতিতে এ বছর প্রায় সব স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিবস পালন করা হচ্ছে ৷ এই দিনটিতে বিভিন্ন মানুষ, যাঁরা প্রতিনিয়ত সুস্থ ও সুন্দর সমাজ গড়ার কাজ করে চলেছেন, তাঁদের ইটিভি ভারতের তরফে শিক্ষক দিবসের শুভেচ্ছা ৷

ABOUT THE AUTHOR

...view details