কলকাতা, 20 মার্চ:আবারও একটু একটু করে মাথাচাড়া দিচ্ছে করোনা (Covid in Bengal)৷ দেশজুড়ে বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় নতুন করে সংক্রমণ ধরা পড়ছে ৷ তবে বাংলায় সেই তালিকা একেবারেই নগণ্য ৷ যদিও চিকিৎসকদের মতে, করোনার পরীক্ষা এ রাজ্যে প্রায় হচ্ছেই না (Lack of Corona Testing)৷ সেই কারণেই রোগও ধরা পড়ছে না ৷
ফের দেশজুড়ে ছড়াচ্ছে করোনা ভাইরাসের আতঙ্ক (Corona in India)। ইতিমধ্যেই দেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । সম্প্রতি সব থেকে বেশি করোনা আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছে গুজরাতে । 6 রাজ্যকে কেন্দ্রের পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছে । যদিও সেই তালিকায় নেই বাংলা ।
উল্লেখ্যে, রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে করোনা আক্রান্তের তথ্য সম্বলিত যে বুলেটিন দেওয়া হত তা বন্ধ করে দেওয়া হয়েছে । শেষ বুলেটিন দেওয়া হয়েছে জানুয়ারি মাসের 28 তারিখ । তারপর স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, এখন রাজ্যে করোনা সংক্রমণের হার অনেকটাই কম । তাই এই বুলেটিনের প্রয়োজনীয়তা নেই ।
কিন্তু ঠিক কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বাংলা ? চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে, রাজ্যে করোনার পরীক্ষাই করা হচ্ছে না । তার ফলে সংক্রমণের কোনও খবর নেই । সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে 918 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন । যার ফলে দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6350 । এর মধ্যে বাংলায় নতুন করে গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে 8 জন । সবমিলিয়ে বর্তমানে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 54 জন ।
আরও পড়ুন:126 দিন পর দেশে করোনায় আক্রান্ত 843, মৃত 4
তবে বাংলায় করোনার পরীক্ষা হচ্ছে না বলেই সংক্রমণের সংখ্যা কম বলে মত চিকিৎসকদের (Doctors suggestion on Corona)। চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানান, "আমাদের রাজ্যে পরীক্ষাটাই হচ্ছে না । খুব কম সংখ্যক টেস্ট হচ্ছে, সেগুলিই নথিবদ্ধ হচ্ছে । যেহেতু টেস্ট হচ্ছে না, সে জন্যই চিকিৎসক বা ল্যাব কারও কাছে এই বিষয়ে কোনও খবর নেই । অন্যান্য রাজ্যে পরীক্ষা হচ্ছে, তাই সংক্রমণের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে । আমাদেরও পরীক্ষাটা করতে হবে ৷ পরীক্ষা করানো একেবারে ছেড়ে দিলে চলবে না ।"
তবে চিকিৎসকের মতে, এই পরিস্থিতিতে করোনার থেকে বিপর্যয় আসতে পারে না । তার অন্যতম কারণ টিকাকরণ । টিকাকরণের ফলে আম জনতার শরীরে একটি হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে বলে মত চিকিৎসক অরিন্দম বিশ্বাসের । তিনি জানান, এখন করোনায় মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে । তবে করোনার পরবর্তী শারীরিক যে জটিলতা তা বেশ কয়েকজনের মধ্যে দেখা যায় । তবে সেই সমস্যাও সমাধানের পথে রয়েছে ৷ আগের তুলনায় করোনা পরবর্তী সমস্যার রোগীর সংখ্যা অনেক কম তাঁদের কাছে আসছে বলে জানিয়েছেন তিনি ৷