পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lack of Corona Testing: পরীক্ষা করানো হচ্ছে না বলেই বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কম, মত চিকিৎসকদের

পরীক্ষা করানো হচ্ছে না বলেই বাংলায় (Covid in Bengal) করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক কম (Lack of Corona Testing)৷ এমনই মত চিকিৎসকদের ৷

Covid test in Bengal ETV Bharat
কোভিড পরীক্ষা

By

Published : Mar 20, 2023, 6:56 PM IST

কলকাতা, 20 মার্চ:আবারও একটু একটু করে মাথাচাড়া দিচ্ছে করোনা (Covid in Bengal)৷ দেশজুড়ে বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় নতুন করে সংক্রমণ ধরা পড়ছে ৷ তবে বাংলায় সেই তালিকা একেবারেই নগণ্য ৷ যদিও চিকিৎসকদের মতে, করোনার পরীক্ষা এ রাজ্যে প্রায় হচ্ছেই না (Lack of Corona Testing)৷ সেই কারণেই রোগও ধরা পড়ছে না ৷

ফের দেশজুড়ে ছড়াচ্ছে করোনা ভাইরাসের আতঙ্ক (Corona in India)। ইতিমধ্যেই দেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । সম্প্রতি সব থেকে বেশি করোনা আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছে গুজরাতে । 6 রাজ্যকে কেন্দ্রের পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছে । যদিও সেই তালিকায় নেই বাংলা ।

উল্লেখ্যে, রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে করোনা আক্রান্তের তথ্য সম্বলিত যে বুলেটিন দেওয়া হত তা বন্ধ করে দেওয়া হয়েছে । শেষ বুলেটিন দেওয়া হয়েছে জানুয়ারি মাসের 28 তারিখ । তারপর স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, এখন রাজ্যে করোনা সংক্রমণের হার অনেকটাই কম । তাই এই বুলেটিনের প্রয়োজনীয়তা নেই ।

কিন্তু ঠিক কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বাংলা ? চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে, রাজ্যে করোনার পরীক্ষাই করা হচ্ছে না । তার ফলে সংক্রমণের কোনও খবর নেই । সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে 918 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন । যার ফলে দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6350 । এর মধ্যে বাংলায় নতুন করে গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে 8 জন । সবমিলিয়ে বর্তমানে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 54 জন ।

আরও পড়ুন:126 দিন পর দেশে করোনায় আক্রান্ত 843, মৃত 4

তবে বাংলায় করোনার পরীক্ষা হচ্ছে না বলেই সংক্রমণের সংখ্যা কম বলে মত চিকিৎসকদের (Doctors suggestion on Corona)। চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানান, "আমাদের রাজ্যে পরীক্ষাটাই হচ্ছে না । খুব কম সংখ্যক টেস্ট হচ্ছে, সেগুলিই নথিবদ্ধ হচ্ছে । যেহেতু টেস্ট হচ্ছে না, সে জন্যই চিকিৎসক বা ল্যাব কারও কাছে এই বিষয়ে কোনও খবর নেই । অন্যান্য রাজ্যে পরীক্ষা হচ্ছে, তাই সংক্রমণের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে । আমাদেরও পরীক্ষাটা করতে হবে ৷ পরীক্ষা করানো একেবারে ছেড়ে দিলে চলবে না ।"

তবে চিকিৎসকের মতে, এই পরিস্থিতিতে করোনার থেকে বিপর্যয় আসতে পারে না । তার অন্যতম কারণ টিকাকরণ । টিকাকরণের ফলে আম জনতার শরীরে একটি হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে বলে মত চিকিৎসক অরিন্দম বিশ্বাসের । তিনি জানান, এখন করোনায় মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে । তবে করোনার পরবর্তী শারীরিক যে জটিলতা তা বেশ কয়েকজনের মধ্যে দেখা যায় । তবে সেই সমস্যাও সমাধানের পথে রয়েছে ৷ আগের তুলনায় করোনা পরবর্তী সমস্যার রোগীর সংখ্যা অনেক কম তাঁদের কাছে আসছে বলে জানিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details