পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Monkeypox: মাঙ্কিপক্সেই কি মৃত্যু হল কেরালার যুবকের, খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর

গত শনিবার কেরালার (Kerala) এক যুবকের মৃত্যু হয় ৷ তিনি গত 27 জুলাই থেকে ত্রিশূরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ সোমবার তাঁর মাঙ্কিপক্সের (Monkeypox) রিপোর্ট পজিটিভ এসেছে ৷ ফলে ওই যুবক মাঙ্কিপক্সেই মারা গিয়েছেন কি না, তা খতিয়ে দেখছে ওই রাজ্যের স্বাস্থ্য দফতর ৷

monkeypox-found-in-samples-of-deceased-kerala-youth
Monkeypox: মাঙ্কিপক্সেই কি মৃত্যু হল কেরালার যুবকের, খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর

By

Published : Aug 1, 2022, 2:59 PM IST

কেরালা, 1 অগস্ট : মাঙ্কিপক্সেই (Monkeypox) কি মৃত্যু হল কেরালার (Kerala) যুবকের ? সোমবার এই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক ৷ কারণ, গত শনিবার বছর 22-এর ওই যুবকের মৃত্যু হয় ৷ আর সোমবার তাঁর মাঙ্কিপক্স সংক্রান্ত পরীক্ষার রিপোর্ট আসে ৷ সেই রিপোর্ট অনুযায়ী, ওই যুবক মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন ৷

ওই যুবক সংযুক্ত আরব আমিরশাহী (UAE) থেকে গত 21 জুলাই ভারতে ফিরেছিলেন ৷ তার আগে গত 19 জুলাই আমিরশাহীতেই তিনি মাঙ্কিপক্স সংক্রান্ত পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন ৷ দেশে ফেরার পর গত 27 জুলাই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ ওই দিনই তাঁকে ত্রিশূরের একটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য ৷ তখন ফের তাঁর থেকে মাঙ্কিপক্স সংক্রান্ত নমুনা সংগ্রহ করা হয় ৷ তা পরীক্ষার জন্য পাঠানো হয় পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে (National Institute of Virology) ৷ সোমবার সেখান থেকেই ওই যুবকের মাঙ্কিপক্স পজিটিভ রিপোর্ট আসে ৷

এর আগে আমিরশাহীতে যে পরীক্ষা হয়েছিল, তার রিপোর্টও পজিটিভ ৷ আর সেই থেকেই কেরালার স্বাস্থ্য আধিকারিকরা মনে করছেন যে ওই যুবক মাঙ্কিপক্সেই মারা গিয়েছেন ৷ তবে এখনও বিষয়টি নিয়ে তাঁরা নিশ্চিত নন ৷ কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ (Kerala Health Minister Veena George) জানিয়েছেন যে তাঁরা মৃত্যুর কারণ খতিয়ে দেখবেন ৷ কারণ, ওই যুবকের আর কোনও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এখনও পর্যন্ত ছিল না বলেই জানা গিয়েছে ৷ তাছাড়া দেরিতে কেন তাঁকে হাসপাতালে ভর্তি করা হল, সেটাও খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন :WHO on Monkeypox: যৌনসঙ্গীর সংখ্যা কমান, মাঙ্কিপক্স রুখতে সমপ্রেমী পুরুষদের পরামর্শ হু-এর

ABOUT THE AUTHOR

...view details