কেরালা, 1 অগস্ট : মাঙ্কিপক্সেই (Monkeypox) কি মৃত্যু হল কেরালার (Kerala) যুবকের ? সোমবার এই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক ৷ কারণ, গত শনিবার বছর 22-এর ওই যুবকের মৃত্যু হয় ৷ আর সোমবার তাঁর মাঙ্কিপক্স সংক্রান্ত পরীক্ষার রিপোর্ট আসে ৷ সেই রিপোর্ট অনুযায়ী, ওই যুবক মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন ৷
ওই যুবক সংযুক্ত আরব আমিরশাহী (UAE) থেকে গত 21 জুলাই ভারতে ফিরেছিলেন ৷ তার আগে গত 19 জুলাই আমিরশাহীতেই তিনি মাঙ্কিপক্স সংক্রান্ত পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন ৷ দেশে ফেরার পর গত 27 জুলাই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ ওই দিনই তাঁকে ত্রিশূরের একটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য ৷ তখন ফের তাঁর থেকে মাঙ্কিপক্স সংক্রান্ত নমুনা সংগ্রহ করা হয় ৷ তা পরীক্ষার জন্য পাঠানো হয় পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে (National Institute of Virology) ৷ সোমবার সেখান থেকেই ওই যুবকের মাঙ্কিপক্স পজিটিভ রিপোর্ট আসে ৷