পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Tunisia Open : জাতীয় দলে ফিরলেন মণিকা, সৌম্যদীপের বদলে কোচ তপন চন্দ

টোকিয়ো অলিম্পিকসের পর ভারতীয় টেবিল টেনিস দল দ্বিতীয়বার আর্ন্তজাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে । মাঝের সময়টা বিতর্কে জর্জরিত হয়েছে ভারতীয় টেবিল টেনিস । কোচ সৌম্যদীপ রায়ের উপর ম্যাচ গড়াপেটার মতো গুরুতর অভিযোগ হেনেছেন মণিকা বাত্রা ৷

Tunisia Open
জাতীয় দলে ফিরলেন মনিকা, সৌম্যদীপের বদলে কোচ তপন চন্দ

By

Published : Oct 21, 2021, 8:59 PM IST

নিউদিল্লি, 21 অক্টোবর : কোচ সৌম্যদীপ রায়ের সঙ্গে বিতর্কের জেরে টেবিল টেনিস এশিয়ান চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়েছিলেন মণিকা বাত্রা ৷ চ্যাম্পিয়লশিপ থেকে পুরুষেরা তিনটি ব্রোঞ্জ আনলেও পাঁচ নম্বরে শেষ করেন মেয়েরা ৷ তারপরই তিউনেশিয়া ওপেনে বিশ্বের 58 নম্বর প্যাডলারকে দলে ফিরিয়ে আনলেন নির্বাচকরা ৷

আরও পড়ুন : Manchester United in IPL : আইপিএলের বাইশ গজ কাঁপাতে তৈরি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড : রিপোর্ট

অন্যদিকে আসন্ন তিউনেশিয়া ওপেনের জন্য ভারতীয় পুরুষ এবং মহিলা দলের কোচ নির্বাচিত হলেন তপন চন্দ । টেবিল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়া এই খবর জানিয়েছে । বাংলার বর্ষীয়ান কোচ 24 অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিতে চলতি সপ্তাহে রওনা হচ্ছেন । তিরিশ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা ।

এই সফরে বাংলার মুখ সুতীর্থা মুখার্জি, ঐহিকা মুখার্জি । টোকিও অলিম্পিকের সময় ভারতীয় দলের কোচ সৌম্যদীপ রায়ের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ার কারণে মণিকাকে দলে ফেরানো নিয়ে দ্বিধায় ছিলেন নির্বাচকরা ৷ টেবিল টেনিস এশিয়ান চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ দেওয়া নিয়ে মণিকা বাত্রা আদালতের দ্বারস্থ হয়েছিলেন । সেখানে তাঁর পক্ষে রায় যাওয়ায় অস্বস্তি বেড়েছিল টিটিএফআই এর । টোকিয়োর বিতর্কের কারণ খুঁজতে ইতিমধ্যে পাঁচ সদস্যের কমিটি গড়েছে টেবিল টেনিস ফেডারেশন । আইনের আশ্রয় নিয়ে মণিকা দলে ফিরলেও সৌম্যদীপ ব্রাত্য।

সৌমদীপের বদলে জাতীয় দলের দায়িত্ব পেয়ে খুশি তপন চন্দ ৷ বাংলার এই বর্ষীয়ান কোচ জানিয়েছেন, সাফল্য নিয়ে আসাই তার প্রাথমিক লক্ষ্য । বাংলার দুই মেয়ে সুতীর্থা এবং ঐহিকাকে বেড়ে উঠতে দেখেছেন । মণিকা, শরথ কমল, অমলরাজরা প্রত্যেকেই পরিণত খেলোয়াড় । তাই তাদের কাছ থেকে সেরাটা বের করে নিয়ে আসাই হবে তাঁর কাজ ।

ABOUT THE AUTHOR

...view details