ETV Bharat / sports

Manchester United in IPL : আইপিএলের বাইশ গজ কাঁপাতে তৈরি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড : রিপোর্ট

author img

By

Published : Oct 21, 2021, 1:39 PM IST

আইটিটির (Invitation to Tender) নিয়ম বলছে, বিদেশি কোম্পানি আইপিএলে একটি দলের মালিক হওয়ার অনুমতি পাবে ৷ তবে তাদের বিড সফল হওয়ার পর তাদের ভারতে একটি কোম্পানি স্থাপন করতে হবে ।

IPL
আইপিএলের বাইশ গজ কাঁপাতে তৈরি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

ম্যাঞ্চেস্টার, 21 অক্টোবর : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে চ্যাম্পিয়ন্স লিগে আটলান্টাকে হারিয়ে গ্রুপ এফ'এর শীর্ষে উঠে এসেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ তারপরের দিনই আবার খুশির খবর দেশের ক্রীড়াপ্রেমীদের কাছে ৷ সব কিছু ঠিক থাকলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) লাগতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ছোঁয়া ৷

আরও পড়ুন : Michael Vaughan : 'স্যার' বোথামকে পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া, বলছেন ভন

বেশ কিছু গণমাধ্যমের রিপোর্ট জানাচ্ছে, রেড ডেভিল মালিকদের গ্লেজার পরিবার 2022 সালের আইপিএলে টুর্নামেন্টে অংশ নেবে এমন দুটি নতুন দল কিনতে আগ্রহী বলে জানা গিয়েছে । দুটি নতুন দল কেনার জন্য গ্লেজার পরিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর থেকে আইটিটি (Invitation to Tender) সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে ৷

Manchester United in IPL
রেড ডেভিল মালিকদের গ্লেজার পরিবার ৷

আইটিটির নিয়ম বলছে, বিদেশি কোম্পানি আইপিএলে একটি দলের মালিক হওয়ার অনুমতি পাবে ৷ তবে তাদের বিড সফল হওয়ার পর তাদের ভারতে একটি কোম্পানি স্থাপন করতে হবে । মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি গ্লেজার্স ফ্র্যাঞ্চাইজির মালিক হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে বিড করবে কিনা তা এখনও জানা যায়নি । ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পাশাপাশি, গ্লেজাররা যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ফুটবল লিগে (এনএফএল) ট্যাম্পা বে বুকেনিয়ার্সেরও মালিক ।

আরও পড়ুন : হিটম্যানের অধিনায়কোচিত ব্যাটিংয়ে 'অজি বধ' ভারতের

গ্লেজাররা ছাড়াও দরপত্র সংগ্রহ করেছেন আদানি গ্রুপ, টরেন্ট ফার্মা, অরবিন্দ ফার্মা, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, নবীন জিন্দালের নেতৃত্বাধীন জিন্দাল স্টিল প্রমুখ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.