গাজিয়াবাদ, 25 সেপ্টেম্বর: প্রথম সি-295 মাঝারি কৌশলগত পরিবহণ বিমান সোমবার অন্তর্ভুক্ত হল ভারতীয় বায়ুসেনায় ৷ যা তাদের লজিস্টিক ক্ষমতা আরও বাড়িয়ে তুলল । প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে গাজিয়াবাদের হিন্দান এয়ার ফোর্স স্টেশনে নয়া বিমানের অন্তর্ভুক্তিকরণের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত 'সর্বধর্ম পূজা'-তেও অংশ নেন রাজনাথ সিং ৷
আইএএফ প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী-সহ আইএএফ এবং এয়ারবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । প্রথম সি-295 বিমানটি বায়ুসেনার 11 নম্বর স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত করা হয় । এটি ভারতীয় বায়ুসেনার প্রাচীনতম স্কোয়াড্রনগুলির মধ্যে অন্যতম এবং বর্তমানে এটি রয়েছে ভাদোদরা বায়ুসেনাঘাঁটিতে ৷
'11 এসকিউএন: পাইওনিয়ারস অফ সি-295 এমডব্লিউ', 'রাইনোস: দ্য ট্রেইলব্লেজারস অফ সি-295 এমডব্লিউ' এবং সদ্য-অন্তর্ভুক্ত বিমানের ছবি পাশাপাশি ছিল ৷ এক শিংওয়ালা গন্ডার হল এসকিউএন. 11 নম্বরের প্রতীক । ভারত তার পুরনো অভ্র-748 বহর প্রতিস্থাপনে জেট কেনার জন্য এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস-এর সঙ্গে 21,935 কোটি টাকার চুক্তি করার দুই বছর পর 13 সেপ্টেম্বর বায়ুসেনার প্রধান 56টি সি-295 পরিবহণ বিমানের প্রথমটি পেয়েছিল ।