ETV Bharat / bharat

PM Modi Slams Congress: 'দেউলিয়া কংগ্রেসকে চালাচ্ছে শহুরে মাওবাদীরা', চাঁছাছোলা আক্রমণ মোদির

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 2:34 PM IST

PM Modi Slams Congress in Karyakarta Mahakumbh: দেউলিয়া কংগ্রেসকে এখন চালাচ্ছে শহুরে মাওবাদীরা ৷ ভোপালের কার্যকর্তা মহাকুম্ভে এই ভাষাতেই কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

PM Modi Slams Congress
নরেন্দ্র মোদি

ভোপাল, 25 সেপ্টেম্বর: দেশজুড়ে নেতিবাচকতার ভাইরাস ছড়াচ্ছে কংগ্রেস ৷ সোমবার ভোপালে এমনই চাঁছাছোলা ভাষায় বিরোধী দলের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এই বছরের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির জন্য ব্যাপক সমর্থন জোগাতে ভোপালে আয়োজিত 'কার্যকর্তা মহাকুম্ভ'-এ ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,

"আমাকে বলুন, কংগ্রেস আপনাদের জন্য কী ভালো কাজ করেছে । এই দল এটা নিশ্চিত করেছে যে আপনি ও লোকেরা যাতে অনুন্নয়নে আটকে থাকেন, জীবিকার অভাবে দারিদ্র্য এবং হতাশার মধ্যে ডুবে থাকেন । কংগ্রেস দেউলিয়া এবং মরচে পড়া লোহা । কিছু শহুরে মাওবাদী এখন দল চালাচ্ছে । বিপরীতে বিজেপি সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নীত করার জন্য আন্তরিকভাবে কাজ করেছে ৷"

তিনি আরও বলেন, কংগ্রেস 50 বছর আগে দারিদ্র্য দূর করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তাতে তারা ব্যর্থ হয়েছে । মোদির প্রশ্ন, "আপনারা কি মধ্যপ্রদেশকে আবার কংগ্রেসের আমলের মতো অসুস্থ রাজ্যে পরিণত করতে চান ? আপনাদের রাজ্যে আবার দুর্নীতিবাজদের লুটপাট দেখতে চান ?"

মধ্যপ্রদেশের উন্নয়নকে বিজেপি সরকার অগ্রাধিকার দেবে বলে দাবি করে প্রধানমন্ত্রী মোদি বলেন, "যদি বিজেপি ক্ষমতায় থাকে এবং মোদির নেতৃত্বে থাকে, তবে আপনাদের উন্নয়ন নিশ্চিত করা হবে । আমার কথা মেনে চলুন ৷"

আরও পড়ুন: দুর্নীতি নির্মূল করতে বদ্ধপরিকর মোদি, প্রধানমন্ত্রীর প্রশংসা পট্টনায়েকের

প্রধানমন্ত্রী এ দিন বিরোধী দলের জোট ইন্ডিয়াকেও আক্রমণ করেছেন ৷ তিনি বলেন, যে দলটি একদিন সংসদে মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করতে চেয়েছিল, এ বার কিন্তু আইনটির জন্য অপ্রতিরোধ্য সমর্থনের মুখে তাঁদের অন্য কোনও বিকল্প করার ছিল না ।

মোদির কথায়, "কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন মহিলা সংরক্ষণ বিল কেন পাশ করেনি ? অন্য জোটের শরিকদের বিপথে নিয়ে যাওয়ার জন্য অহংকারী জোটকে নেতৃত্ব দিতে চায় কংগ্রেস । এই দলের হতাশা স্পষ্ট এবং এখন তারা জনগণকে বিভ্রান্ত করবে এবং যুবক ও মহিলাদের বিভ্রান্ত করবে । কংগ্রেস সেই দল যারা দ্রৌপদী মুর্মুকে দেশের রাষ্ট্রপতি হতে দেখতে চায়নি ।"

এই বছরের বিধানসভা নির্বাচনের আগে রোড শোয়ের সমাপ্তি উপলক্ষে সমাবেশে ভাষণ দিতে সোমবার ভোপালে পৌঁছেন প্রধানমন্ত্রী । জাম্বুরী ময়দানে অনুষ্ঠিত এই সমাবেশে প্রায় 10 লাখ কর্মী উপস্থিত ছিলেন । বিজেপি ইতিমধ্যেই 230 সদস্যের রাজ্য বিধানসভার জন্য 39 জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.