পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

No XE Covid Variant : মুম্বইয়ে 'এক্সই' ভ্যারিয়্যান্টের প্রমাণ নেই, জানাল কেন্দ্র

গতকাল মহারাষ্ট্রে বিদেশ ফেরত এক মহিলার করোনা পরীক্ষায় 'এক্সই' ভ্যারিয়্যান্টের হদিশ মিলেছে, প্রচারিত হয় সংবাদমাধ্যমে ৷ এর কয়েক ঘণ্টা পরেই স্বাস্থ্য মন্ত্রক কী জানাল (No XE Covid Variant) ?

Covid 19 XE Variant
করোনার এক্সই ভ্যারিয়্যান্ট

By

Published : Apr 7, 2022, 8:11 AM IST

মুম্বই, 7 এপ্রিল :ভারতে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট 'এক্সই'-এর প্রমাণ মেলেনি ৷ জানিয়ে দিল স্বাস্থ্যমন্ত্রকের একটি সূত্র ৷ মহারাষ্ট্রে একজনের নমুনা পরীক্ষা করে নাকি কোভিডের নতুন ভ্যারিয়্যান্ট 'এক্সই' মিলেছে (Health Ministry says no presence of Covid XE variant present in Mumbai) ৷ মঙ্গলবার একাধিক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয় ৷ এর কয়েক ঘণ্টা পর স্বরাষ্ট্রমন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, এই তথ্য ঠিক নয় ৷ মহারাষ্ট্রের প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি মহারাষ্ট্র টুইট করে জানায়, "মুম্বইয়ে করোনাভাইরাসের এক্সই ভ্যারিয়্যান্ট চিহ্নিতকরণের রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ এর বেশ কয়েক ঘণ্টা পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বর্তমান প্রমাণে এই নতুন ভ্যারিয়্যান্টের অস্তিত্ব পাওয়া যায়নি ৷"

স্বাস্থ্য মন্ত্রক এই ভ্যারিয়্যান্টের সন্ধান না পাওয়া প্রসঙ্গে জানায়, সংগৃহীত নমুনার মধ্যে এক্সই ভ্যারিয়্যান্ট আছে, এই দাবি উঠেছে ৷ তবে নমুনাটির ফাস্টকিউ ফাইলগুলি খুব ভালো করে বিশ্লেষণ করেছে ইনসাকগ-এর জিনোম বিশেষজ্ঞেরা ৷ তাঁরা জানিয়েছেন, এই নমুনার জিনোমের গঠন আর 'এক্সই' ভ্যারিয়্যান্টের 'জিনোম' একেবারেই আলাদা ৷

আরও পড়ুন : Omicron XE in India : ওমিক্রন ইক্সই-তে আক্রান্ত প্রথম করোনা রোগীর হদিশ মুম্বইয়ে

মহারাষ্ট্রের 50 বছর বয়সী এক মহিলার করোনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ে এবং তাতে কোভিডের নতুন ভ্যারিয়্যান্ট এক্সই আছে বলে জানা যায় ৷ তিনি ভ্যাকসিনের দু'টি ডোজ় নিয়েছেন এবং তাঁর কোনও কোমর্বিডিটি নেই ৷ তিনি অ্যাসিম্পটোমেটিক অর্থাৎ তাঁর মধ্যে করোনা সংক্রমণের কোনও লক্ষণ প্রকাশ পায়নি, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷ গতকাল গ্রেটার মুম্বই পৌরনিগম জানায়, মুম্বইয়ে 230টি নমুনার মধ্যে একটি সংক্রামিত নমুনায় এক্সই ভ্যারিয়্যান্টের সন্ধান পাওয়া গিয়েছে ৷ নমুনাটি কোভিড জিনোম সিকোয়েন্সিং পরীক্ষা হয়েছে ৷ 'এক্সই' ধরন ব্রিটেনে পাওয়া গিয়েছে এবং তা কোভিড-19-এর বিএ.2 ভ্যারিয়্যান্টের থেকেও বেশি সংক্রামিত, সম্প্রতি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷

ABOUT THE AUTHOR

...view details