নয়াদিল্লি, 4 ডিসেম্বর: ভোটদাতাদের লম্বা লাইনে (Voter Line) দাঁড়িয়ে রয়েছেন সদ্যবিবাহিত দম্পতি ! তাঁদের পরনে থাকা বিয়ের জোড় স্বাভাবিকভাবেই নজর কাড়ছে বাকিদের ৷ অন্য়ান্য ভোটার থেকে শুরু করে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, সকলেই ঘুরে ঘুরে দেখছেন তাঁদের ৷ রবিবার সকালে এই ছবি ধরা পড়ল দিল্লির বুরারি বিধানসভা (Burari Assembly Constituency) এলাকার একটি ভোটগ্রহণকেন্দ্রে ৷ নবদম্পতিকে ভোটের লাইনে দেখে এগিয়ে যান ইটিভি ভারতের প্রতিনিধিও ৷ তাঁর প্রশ্নের উত্তরে বিয়ের সাজে ভোট দিতে আসার কারণ খোলসা করেন নববিবাহিত যুগল ৷
আসলে রবিবার ছিল দিল্লি পৌরনিগমের ভোট (Delhi Municipal Corporation Election 2022) ৷ বুরারি বিধানসভা এলাকাও দিল্লি পৌরনিগমের অন্তর্গত ৷ কিন্তু, ভোটের আগের দিনই বিয়ের মণ্ডপে বসতে হয় স্থানীয় যুবক সুধীর রানাকে ৷ শনিবার রাতে ছিল তাঁর বিয়ে ৷ সেই বিয়ের আসর বসেছিল উত্তরপ্রদেশের বিজনৌরে ৷ সুধীর মনে করেন, বিয়ে হোক বা অন্য যে কোনও গুরুত্বপূর্ণ কাজ, ভোটাধিকার প্রয়োগের অধিকার কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না ৷