Pagla Baba Tea Stall: রাজগীর মহোৎসবে নজর কাড়ছে পাগলাবাবার চায়ের স্টল
বিহারের (Bihar) নালন্দায় (Nalanda) আয়োজিত রাজগীর মহোৎসবে পাগলাবাবার অনন্য চায়ের স্টল (Pagla Baba Tea Stall) সকলের নজর কাড়ছে ৷ এমনিতে এই স্টলে মোট 31 রকমের ভেষজ চা (Herbal Tea) মিলবে ৷ সঙ্গে রয়েছে মনোরঞ্জনের খাসা ব্যবস্থা ! পাগলাবাবা নিজেই একজন অত্যন্ত রঙিন মানুষ ৷ নিজেকে তিনি জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে বলে বিশ্বাস করেন ৷ নিজের পরিচয় দেন মানুষ এবং ভারতীয় হিসাবে ৷ নাচতে নাচতে ও গান গাইতে গাইতে ক্রেতাদের জন্য চা বানান তিনি ৷ তারপর মাটির ভাঁড়ে সেই চা তুলে দেন পিপাসুদের হাতে ৷ সঙ্গে দেন সৌভ্রাতৃত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পরিবেশরক্ষার বার্তা ৷ নিজেকে পাগলাবাবা হিসাবে পরিচয় দিলেও আসলে তিনি মিথিলেশ কুমার সন্তোষী ওরফে পিন্টু ৷ নওয়াদার বাসিন্দা এই ব্যক্তিই আপাতত রাজগীর মহোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ৷
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST