নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর: প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার ৷ শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রক অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান কেনার জন্য সাড়ে চার হাজার কোটি টাকার ছাড়পত্র দিয়েছে ৷ এই টাকায় একাধিক অস্ত্র কেনা হবে ৷ পাশাপাশি কেনা হবে ধ্রুবাস্ত্র নামে একটি কমপাল্লার আকাশ থেকে ভূমিতে ছোড়া যাবে এমন একটি ক্ষেপণাস্ত্র ৷ এছাড়া 12টি সুখোই-30 এমকেআই যুদ্ধবিমান কেনা হবে ৷
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি) দ্বারা মোট ন’টি অস্ত্র তৈরির প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে সরকারি তরফে জানা গিয়েছে ৷ প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, এসব কেনা হবে ভারতীয় বিক্রেতাদের থেকে৷ সরকারের এই সিদ্ধান্ত আত্মনির্ভর ভারতের লক্ষ্য অর্জনে অনেকটাই এগিয়ে দেবে দেশের প্রতিরক্ষা শিল্পকে ৷
প্রতিরক্ষামন্ত্রক আরও জানিয়েছে যে সুরক্ষা, গতিশীলতা, আক্রমণের ক্ষমতা বৃদ্ধিতে ডিএসি হালকা সাঁজোয়া বহুমুখী যান (এলএএমভি) এবং ইন্টিগ্রেটেড সার্ভিলেন্স অ্যান্ড টার্গেটিং সিস্টেম কেনার অনুমোদনও দিয়েছে ৷ দ্রুতগতিতে আর্টিলারি বন্দুক ও ব়্যাডার স্থাপনের জন্য হাই মোবিলিটি ভেহিক্যাল, গান টোয়িং ভেহিক্যালেরও অনুমোদন দেওয়া হয়েছে ডিএসির তরফে । ভারতীয় নৌবাহিনীর জন্য পরবর্তী প্রজন্মের নজরদারি ভেসেল কেনারও অনুমোদন দেওয়া হয়েছে ৷