রায়গঞ্জে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সরসারি - West Bengal
🎬 Watch Now: Feature Video


Published : January 30, 2024 at 2:25 PM IST
|Updated : January 30, 2024 at 2:39 PM IST
মঙ্গলবার সকালে শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে করে চোপড়ায় নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকে সড়ক পথে ইসলামপুর।ইসলামপুরে পৌঁছে প্রায় 1 কিমি পথ পদযাত্রা করেন তিনি ৷ সেখান থেকে হেলিকপ্টার করে রায়গঞ্জ ৷ একাধিক সরকারি পরিষেবা প্রদানের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী ।
এর আগে উত্তর দিনাজপুরের ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপিত রাহুল গান্ধির ৷ এদিকে সোমবার রাতে শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর পূর্ব নির্ধারিত রুট বদল করা হয় ৷ আগের সফরসূচি অনুযায়ী মঙ্গলবার শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে করে রায়গঞ্জ পলিটেকনিক কলেজের অস্থায়ী হেলিপ্যাডে নামার কথা ছিল তাঁর ৷ রায়গঞ্জের প্রশাসনিক বৈঠক শেষ করে তিনি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুলিশ লাইনের মাঠে চপার থেকে নামবেন ৷ প্রায় ৫০০ মিটার হেঁটে যাবেন তেভাগা আন্দোলনের স্মৃতিসৌধতে ৷ সেখানে মাল্যদান করে বালুরঘাট স্টেডিয়ামে সভা করবেন ।