আরামবাগে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি...

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 1:40 PM IST

Updated : Feb 12, 2024, 2:08 PM IST

thumbnail

Mamata Banerjee Live: তৃণমূল সরকারের বাজেট ঘোষণার পর আরামবাগে এই প্রথম প্রশাসনিক সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার ফের জনমুখী একাধিক প্রকল্প ঘোষণার করতে পারেন তিনি । আরামবাগের কালিপুর বিজয় ক্রীড়াঙ্গন তথা স্পোর্টস কমপ্লেক্সে চলছে এই সভা । বেলা 1টার পর  এ দিন আরামবাগে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দ্বারকেশ্বর নদীর ধারে স্থায়ী হেলিপ্যাড রয়েছে ৷ তাছাড়াও মমতার এই সভাস্থলে আরও একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে । জেলার প্রশাসনিক আধিকারিক, তৃণমূলের জেলা নেতৃত্ব-সহ বহু মানুষ ও নেতার-কর্মীরা উপস্থিত রয়েছেন এই সভায় । প্রশাসনিক সভা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । তার মধ্যে রয়েছে হুগলির উত্তরপাড়ায় 1765 কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া জল প্রকল্প, যা পশ্চিমবঙ্গের বৃহৎতম জল প্রকল্প বলে জানা গিয়েছে । আরামবাগে প্রশাসনিক সভা রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ আজ হুগলির এই প্রশাসনিক সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেন তৃণমূল নেত্রী, সেদিকেই তাকিয়ে রয়েছে জেলা নেতৃত্ব । আরামবাগ থেকে সরাসরি দেখুন এই সভা ৷

Last Updated : Feb 12, 2024, 2:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.