ETV Bharat / technology

টিন্ডারে পাওয়া 5 হাজার প্রস্তাবের থেকে জীবনসঙ্গিনী বেছে নিলেন যুবক, সৌজন্যে চ্যাটজিপিটি

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 1:32 PM IST

Man takes ChatGPT help to find wife: টিন্ডারে পাওয়া 5 হাজার প্রস্তাব বা ম্যাচের থেকে নিজের জীবনসঙ্গিনী বেছে নিতে চ্যাটজিপিটি-র সাহায্য নিলেন এক যুবক ৷ আর এআইয়ের চ্যাটবট তাঁকে কীভাবে সাহায্য করেছে, তা জানালেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: ডেটিং সাইট টিনডারের মাধ্যমে পাওয়া 5,000-এরও বেশি জীবনসঙ্গিনীর প্রস্তাবের মধ্যে থেকে পছন্দের বেটারহাফ বেছে নিয়েছেন রাশিয়ার রাশিয়ার এক ব্যক্তি ৷ আর এই কঠিন কাজ তিনি করতে পেরেছেন ওপেন এআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহার করে ৷

আলেকজান্ডার ঝাদান নামে ওই ব্যক্তি তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন ৷ সেখানে তিনি দাবি করেন যে, তিনি একটি টিন্ডার বট চালানোর জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছেন ৷ অ্যাপের মাধ্যমে তাঁকে তাঁর সমগোত্রীয় 5,239 জন যুবতীকে খুঁজে দিয়েছিল টিন্ডার ৷ তাঁর কথায়, "আমি একটি মেয়েকে প্রোপোজ করেছি, যার সঙ্গে আমার হয়ে এক বছর ধরে যোগাযোগ করে চলেছে চ্যাটজিপিটি । এটি করার জন্য নিউরাল নেটওয়ার্ক অন্য 5,239 টি মেয়ের সঙ্গে পুনরায় যোগাযোগ করেছে, তাঁদের মধ্যে থেকে অপ্রয়োজনীয়দের বাদ দিয়ে শুধুমাত্র একজনকে বাকি রেখেছে । আমি কীভাবে এই সিস্টেমের মধ্যে দিয়ে গিয়েছি, কী সমস্যা হয়েছিল এবং অন্যান্য মেয়েদের সঙ্গে কী হয়েছিল, তা আমি শেয়ার করব ৷"

তিনি আরও বলেন যে, একজন সঙ্গী খুঁজে পেতে তিনি এই পথটি বেছে নিয়েছিলেন কারণ তাঁর কথায়, "প্রিয়জনকে খুঁজে পাওয়া খুব কঠিন । আমি কাজ করার জন্য, শখ পূরণ করার জন্য, পড়াশোনা করার জন্য এবং মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য যথাযথ সময় পেতে চাই । আমি চ্যাটজিপিটি ছাড়াই এই পথে যেতে পারতাম, তবে তার প্রক্রিয়া অনেক দীর্ঘ এবং ব্যয়বহুল ।"

একটি থ্রেডে জাদান উল্লেখ করেছেন যে, চ্যাটজিপিটির মাধ্যমে কখনও কখনও তিনি একদিনে ছয়টি ডেটিংও করেছেন ৷ চ্যাটজিপিটি বটের একাধিক সংস্করণ রয়েছে বলেও দাবি করেন তিনি । জাদান জানান, তাঁর বাগদত্তা করিনাকে তিনি খুঁজে পেয়েছেন এবং তার পর চ্যাটজিপিটি থেকে তিনি নিজেকে অব্যাহতি দিয়েছেন ৷

23 বছর বয়সি এই ব্যক্তি বলেন যে, এআই বট অবাঞ্ছিত ম্যাচগুলি মুছে দিয়েছে, তাঁর হয়ে টুকটাক কথা বলেছে, তাঁর ডেট ঠিক করেছে, এমনকি তাঁকে প্রপোজ করতেও সহায়তা করেছে । তিনি কিছু ফিল্টারও রেখেছেন, যা সেই মহিলাদের প্রদর্শন করবে যাঁদের সঙ্গে তিনি সরাসরি কথা বলতে পারবেন ।

আরও পড়ুন:

  1. এই ভালোবাসা দিবসে প্রেমপত্র লিখতে চ্যাটজিপিটি চাইছেন 62% ভারতীয়
  2. ওপেনএআইয়ে ভালো সময় কাটিয়েছি, ছাঁটাইয়ের পর বার্তা চ্যাটজিপিটির স্রষ্টার
  3. কারও পরিচয় জিমে, কারও বা ট্রেনে ; এখন জীবনসঙ্গী এই খেলোয়াড়রা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.