ETV Bharat / state

খাদ্যরসিক থেকে রাজনীতিক, রমজানে জমজমাট জাকারিয়া স্ট্রিট - Zakaria Street during Eid

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 7:56 PM IST

Zakaria Street in Eid: ঈদ এলেই খাদ্যরসিকদের ভিড়ে গমগম করে জাকারিয়া স্ট্রিট ৷ রমজান মাসে তাই স্বাভাবিকভাবেই ভিড় উপচে পড়ছে এখানে ৷ খাবারের টানেই এই জাকারিয়া স্ট্রিটে এসেছেন তৃণমূল নেত্রী রাজন্যা হালদার ৷ ইটিভি ভারতের সামনে কী বললেন তিনি ?

Zakaria Street, জাকারিয়া স্ট্রিট
Etv Bharat

ঈদে জমজমাট জাকারিয়া স্ট্রিট

কলকাতা, 9 এপ্রিল: ঈদের আলোয় উজ্জ্বল জাকারিয়া স্ট্রিট ৷ সর্বক্ষণ খাদ্যরসিকদের ভিড়ে জমজমাট এই এলাকা ৷ মধ্যমগ্রাম থেকে একদল কলেজ পড়ুয়া, বেহালা ও টালিগঞ্জ থেকে বন্ধুর দল বা উত্তর কলকাতার বাসিন্দা দম্পতি; রমজানের আবহ সকলেই এসেছেন জাকারিয়া স্ট্রিটে । উদ্দেশ্য একটাই, কাবাব থেকে তন্দুর বা মিষ্টি; চুটিয়ে সবকিছুর স্বাদ উপভোগ করা ।

সন্ধ্যা হতেই রঙিন আলোয় সেজে উঠছে নাখোদা মসজিদ ও তার আশপাশের চত্ত্বর । বছরে 365 দিনই এখানকার হোটেলগুলিতে মুঘল খাবার বিক্রি হয় । তবে রমজানের সময় গোটা মাসজুড়ে এই এলাকায় পা ফেলার জায়গা থাকে না । হোটেলের পাশাপাশি আরও বহু ছোট বড় খাবারের দোকান, ফলের ও শরবতের দোকান । জামা কাপড় সবই বিক্রি হয় । বলা চলে মেলা বসে । যার সিংহভাগ থাকে খাবারের স্টল ।

এখানেই আছে দিল্লি 6 থেকে তাসকিনের মতো বিখ্যাত দোকান । চিকেন আফগানি, মুর্গ তন্দুর, রেশমি কাবাব, টিক্কা কাবাব, হরিয়ালি কাবাব থেকে অ্যাডমসের বিখ্যাত সুতা কাবাব, হাজি আলাউদ্দিনের মিষ্টি । প্রতিটা দোকানের সামনেই উপচে পড়ছে খাদ্য রসিকদের ভিড় । রসনাতৃপ্তিতে মজেছেন সকলে ।

ধর্মের ভেদ নয়, রমজান মাসে জাকারিয়া স্ট্রিট হয়ে ওঠে কেবল খাদ্যরসিকদের ঠিকানা ৷ শুধু সেই টানেই বন্ধুদের নিয়ে জাকারিয়া স্ট্রিটে এসেছেন তৃণমূল নেত্রী রাজন্যা হালদার ৷ তাঁর কথায়, "কাবাব গলি হিসেবে বিখ্যাত জাকারিয়া স্ট্রিট । প্রতি বছর এখানে এই উৎসবের আমেজ নিতে আসি । এবারও কোনও রাজনীতির কাজে নয়, বন্ধুদের সঙ্গে নিয়ে কাবাব চেখে দেখতে এসেছি । আজ কোনও রাজনৈতিক পরিচয়ে নয়, এখানে এসেছি সম্পূর্ণ খাদ্যরসিক হিসেবে ৷ খেতে ভালোবাসি তাই আসা ৷"

আরও পড়ুন :

  1. ভালোবাসা ! জাকারিয়ার স্ট্রিট ফুডের টানে কলকাতায় কাশ্মীরি যুবক
  2. হায়দরাবাদের হালিম বিশ্বখ্যাত, কী এমন আছে যা না খেলে মিস করবেন ! দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.